জাতীয় পার্টির ছাত্র সংগঠনেও যোগ দিতে চান রায়হান রনি

৪৩৪ পঠিত ... ১৪:২৭, জুন ২০, ২০২১

raihan rony

রায়হান রনি, থাকেন ফরিদপুরের আলফাডাঙ্গায়। অভিযোগ উঠেছে, তিনি ফরিদপুরের পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক থাকা অবস্থায়তেই পৌর ছাত্রলীগের সাংগঠনি সম্পাদকের পদ পেয়েছেন। এমন অভাবনীয় রাজনৈতিক ক্যারিয়ার গড়ার পথে আরো একটি পালক যুক্ত করতে জাতিয় পার্টির ছাত্র সংগঠনে যোগ দেয়ার ইচ্ছার কথা জানান তিনি।

তিনি বলেন, 'প্রতিটি দলের ছাত্র সংগঠনকে বেশ একটিভ দেখলেও জাতীয় পার্টির ছাত্র সংগঠনকে তেমন একটিভ দেখা যায় না। সেজন্য জাতীয় পার্টির ছাত্র রাজনীতিকে আরো চাঙ্গা করার জন্য আমার এই পরিকল্পনা। আমি ছাড়া এই ধরায় এমন আর কে আছে বলুন!'

তাকে নিয়ে সমালোচনার উচিত জবাব দিয়ে এই প্রথা বিরোধী রাজনীতিবিদ বলেন, 'ছাত্রদল ও ছাত্রলীগে একসাথে পদ পাওয়া তো বাংলাদেশের রাজনীতিতে সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এমন মহৎ কর্ম নিয়ে হাসাহাসি করে আপনারা নিজেদের রাজনৈতিক জ্ঞানের দ্বীনতার পরিচয় দিয়ে যাচ্ছেন।'

এরশাদকে নিজের মূল আদর্শ ঘোষণা করে তিনি আরও বলেন, 'দুই দল ব্যালেন্স করে চলা যদি উনার কাছ থেকে সরাসরি শিখতে পারতাম, তাহলে হয়তো লাভ হতো। তবু উনার প্রতিষ্ঠিত দলের কাছ থেকেও যদি ব্যালেন্স শেখার সুযোগ পাই, নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে আরও রওশন, মানে আলোকিত করে তুলতে পারবো।'

৪৩৪ পঠিত ... ১৪:২৭, জুন ২০, ২০২১

Top