গুগলের রোবট টেস্ট পরীক্ষায় ফেল করে এখন অনুভূতিশূন্য মিরপুরের নোমান

৬৪২ পঠিত ... ১৬:১৩, জুন ১৭, ২০২১

google robot test_

শুনতে অবাক মনে হলেও এমন ঘটনা ঘটেছে মিরপুরের নোমান নামের এক যুবকের সাথে। জানা যায়, দুদিন আগে রাতের বেলা গুগল সার্চে ভিপিএন খোঁজ করতে গিয়ে ভাগ্যের নির্মম পরিহাসে আচমকা 'আই এম নট এ রোবট' টেস্টের সম্মুখীন হন নোমান। ভালো প্রস্তুতি না থাকার কারণে তিনি টেস্টে ফেল করে ফেলেন। আর এরপর থেকেই নাকি অনুভূতি শূন্য হয়ে যায় নোমানের। তাহলে কি নিজেকে রোবট হিসেবে মেনে নিলেন তিনি?

আশ্চর্য হলেও সত্যি, নোমান নিজে তার অনুভূতির মিটার থেকে শূন্য সংখ্যাটি আমাদের দেখান।

নোমানের মায়ের সাথে কথা বললে জানা যায়, 'গতকাল রাত থেকে নোমান অনুভূতি শূন্য হয়ে গেছে। টেবিলে ভাত দিয়ে আসলে খাচ্ছে। টয়লেটে যাচ্ছে। এছাড়া আর কোনো অনুভূতি নেই।'

অনুভূতিশূন্য নোমানের অবশ্য একটু পরপর আপেল, মালটা, আনারস, চা, বিরিয়ানি, খিচুড়ি, কাচ্চিসহ নানাবিধ খাবার খাওয়ার ইচ্ছা জাগছে। অনুভূতি শূন্য থেকে ১ বা ২ উঠলেই এইসব ভালো ভালো খাবার খাওয়া একটু কমাবেন বলেও জানান নোমান।

দূর দূরান্ত থেকে নোমানের আত্মীয় স্বজন তাকে দেখতে আসছে। অনুভূতিশূন্য নোমান হাসি হাসি মুখ করে তাদের সাথে কথা বলছেন। ধারণা করা হচ্ছে এভাবে হাসি খুশি রাখতে পারলে নোমান দ্রুতই অনুভূতি ফিরে পাবেন।

এদিকে নোমানের এক চাচা নোমানকে কুমিল্লার এক কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এই কবিরাজের চিকিৎসায় এভাবে গুগল টেস্টে ফেল করা ওনার পরদাদাও ভালো হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, 'কিয়ের গুগল টেস্ট, মুগল আমলে আমার এক ফুফু মুগল টেস্টে ফেল করে ফেলছিলো। এই কবিরাজ ওনারেও ভালো করে ফেলেছে।'

তবে নোমানের চাচার কথা পাত্তা না দিয়ে নোমানের অনুভূতি ফিরিয়ে আনার জন্য তাকে বিয়ে করিয়ে দেয়ার পরামর্শ দিয়েছেন নোমানের এক খালা। বিয়ের পর খালার চাচাত দেবরের শালীর মেয়ের ছেলের এই রোগ ভালো হয়ে গেছে বলেও রেফারেন্স দেন তিনি।

৬৪২ পঠিত ... ১৬:১৩, জুন ১৭, ২০২১

Top