আর্জেন্টিনার সেকেন্ড রাউন্ডে ওঠার হিসাবনিকাশ করতে করতেই গণিতবিদ হয়েছি: রামানুজন

১৭১৬ পঠিত ... ১৫:০৯, জুন ১৭, ২০২১

ramanujan arg

সার্ফ এক্সেলের অ্যাড থেকে আমরা জেনেছি 'দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো দাগই ভালো।' এমনই এক দাগীয় অনুপ্রেরণার তথ্য এসেছে eআরকির হাতে। উপমহাদেশের প্রখ্যাত গণিতবিদ রামানুজন নিজের একটি ফেইক আইডি থেকে eআরকিকে জানিয়েছেন তার এত বড় গণিতবিদ হওয়ার পেছনে আর্জেন্টিনার অবদানের কথা।

নিজেকে আর্জেন্টিনা ফ্যান দাবি করে তিনি বলেন, 'আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা হিসেব করতে করতেই এত বড় গণিতবিদ হয়েছি।'

পারিবারিক সূত্রেই আর্জেন্টিনা ফ্যান রামানুজন। শুরুতে তারা দাদা আর্জেন্টিনা নিয়ে হিসেবে বসতেন। এরপর তার বাবা। বংশানুক্রমে হিসেবের দায়িত্ব আসে রামানুজানের কাছে। দীর্ঘ ৩০ বছর হিসেব করতে করতে রামানুজান নিজেকে একদিন বিখ্যাত গণিতবিদ হিসেবে আবিষ্কার করেন।

রামানুজান বলেন, 'হিসেব করতেই হতো। কখনো হিসেব মিলতো কখনো মিলতো না। না মিললে নতুন নতুন টার্ম নিয়ে জোর করে মিলাতাম। পছন্দের দলকে তো আর এভাবে প্রথম রাউন্ড থেকে বাদ দিতে পারি না। পয়েন্টের এসব মারপ্যাচ ভাবতে ভাবতেই নাম্বার সম্পর্কে আমি এত উচ্চ ধারণা লাভ করি।'

এমন খবর জেনে আনন্দে ফেঁটে পড়েছেন এক আর্জেন্টিনা ফ্যান। আবেগে কাঁদতে কাঁদতে তিনি বলেন, 'সব সাফল্য দেখা যায় না। আর্জেন্টিনা অনেক দিন কোন কাপ জিততে না পারলেও পৃথিবীর ভবিষ্যৎ তারাই গড়ে দিচ্ছেন। এই যে একজন গণিতবিদ তৈরি হলো, এটাই আমাদের পাওয়া। আর্জেন্টিনা এভাবে নীরবে নিভৃতেই কাজ করে যায়। আর্জেন্টিনা শুধু ফুটবল খেলে না, খেলার চেয়েও বেশি কিছু করে। হয়তো এই হারের বৃত্তে ঘুরপাক খাওয়া, প্রথম রাউন্ডে খাবি খাওয়ার একটা গোপন উদ্দেশ্য রামানুজানের মত মেধাবী গড়ে তোলা।'

অন্য এক ফ্যান বলেন, 'আজ রামানুজন স্বীকার করলেন। একটু খোঁজ খবর নিলে দেখা যাবে আইনস্টাইন, স্টিফেন হকিংসহ আরো অনেক জিনিয়াসের ম্যাথমেটিক্স আর লজিকের ভিতটা আমাদের কাপ জিততে না পারা এই আর্জেন্টিনাই গড়ে দিয়েছে।'

১৭১৬ পঠিত ... ১৫:০৯, জুন ১৭, ২০২১

Top