নেইমারের প্রেস কনফারেন্সে সেভেন আপ না রাখার অনুরোধ জানালেন সেভেন আপের সিইও

২৪৬৯ পঠিত ... ১৩:৪৩, জুন ১৭, ২০২১

ইউরো কাপ ফুটবল যতটুকু না খেলা নিয়ে আলোচনায় আছে, তার চেয়ে বেশি আলোচনায় আছে রোনালদোর বোতল কান্ডে। রোনালদোর কোকাকোলার বোতল সরানোর পর পল পগবা প্রেস কনফারেন্সের টেবিল থেকে সরিয়ে দিয়েছেন হেইনকেন বিয়ারের বোতল। খেলোয়াড়দের এমন বোতল বিদ্বেষের পর আজকের ব্রাজিল প্রেস কনফারেন্স নিয়ে বেশ চিন্তায় আছেন পানীয় নির্মাতা প্রতিষ্ঠান সেভেন আপ।

নিজের একটি ফেক আইডি থেকে কাল ভোরে ব্রাজিল-পেরু ম্যাচের আগের প্রেস কনফারেন্সে নেইমারের সামনে সেভেন আপের বোতল না রাখারও অনুরোধ করেছেন প্রতিষ্ঠানটির সিইও।

neimar 7 up

নিজেদের ব্র‍্যান্ড ভ্যালু ও শেয়ারের দরপতন নিয়ে চরম দুশ্চিন্তায় কাটানো সিইও বলেন, 'রোনালদো কোক কেন সরালেন কিংবা পগবা বিয়ার কেন সরিয়েছেন সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো, পাগলারে সাঁকো নাড়ানোর ইঙ্গিত দেখায়া দিছে তারা। এমনিতে সেভেন আপের উপর আপামর ব্রাজিল সমর্থক ও খেলোয়াড়দের ক্ষোভ তো আপনারা জানেনই। নেইমারের সামনে সেভেন আপ রাখলে ও যে ছুড়ে ফেলে দেবে, এতে কোন সন্দেহ নেই। এর মধ্যে যদি অতি আবেগে বোতল ধরে গড়াগড়িও শুরু করে, তাইলে তো আমরা শেষ।'

ব্রাজিলের সেভেন আপ কান্ডে নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন সেভেন আপের সিইও। তিনি বলেন, '৭ গোল তো আমরা দেই নাই, দোষ তো আমাদের না। দোষ করছে তো জার্মানি। এর শাস্তি আমরা পাবো ক্যান!'

প্রেস কনফারেন্সে যেতে ইচ্ছুক সাংবাদিকদেরও সেভেন আপের কোন কিছু সাথে না নেয়ার অনুরোধ করে তিনি আরও বলেন, 'রিস্কি ব্যাপার। নেইমার যদি বোতল কারো দিকে ছুড়ে মারেন তাহলে কী হবে ভাবেন! তাছাড়া আমার ঘর সংসার আছে... একবার যদি শেয়ার পড়ে যায়, বউ বাচ্চা নিয়ে পথে বসা ছাড়া আর কোন উপায় নেই ভাই।'

তবে পেরুর প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, 'ইয়ে মানে, দেইখেন আর কি সেভেন আপের বিক্রি যদি একটু বাড়ানো যায়। চেষ্টা করলেই পারবেন।'

২৪৬৯ পঠিত ... ১৩:৪৩, জুন ১৭, ২০২১

Top