ডিএমসি টপারকে রুটিনে ইংলিশ স্পিকিংয়ের সময় বাড়ানোর পরামর্শ

২৪০৫ পঠিত ... ১৭:১৪, জুন ১৫, ২০২১

ডিএমসি টপার গ্রুপের ইমরান হাসান শোভন নামের এক মেডিকেল শিক্ষার্থী ও কোচিং টিচারের বানানো একটি রুটিন ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। রুটিনটি নিয়ে নানান মিম ও ট্রলের জবাবে জনৈক টপারে ফেসবুকে ইংরেজিতে একটি ভিডিও পাবলিশ করেন।

DMC Topper routine

ভিডিওটি পাবলিশ করার পরই ডিএমসি টপারের ভক্তরা নানাবিধ পরামর্শ ও কারেকশন দেয়া শুরু করেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ডিএমসি টপারের একদল ভক্ত রুটিনে ইংলিশ স্পিকিংয়ের জন্য আরো কিছু সময় বরাদ্দের বিষয়ে অনুরোধ জানান। তাদের দলনেতা বলেন, 'ভাইয়ার ইংরেজি বুঝি নাই। অক্সফোর্ডের এইদিকে কেউ এমন ইংরেজি বলে না। ভাইয়ার বক্তব্য বোঝার জন্য আমরা ভালো করে ইংরেজি শিখতে চাই। ভাইয়া যেন রুটিনে ইংরেজির জন্য একটু সময় বাড়ান।'

এদিকে রুটিনে উল্লেখ না থাকার কারণে অনেকে ইমরান হোসেন শোভনের ভিডিও দেখতে পারেননি। হতাশায় কপাল চাপড়াতে চাপড়াতে তারা বলেন, 'ভাইয়ার রুটিনের ভিডিও দেখার টাইম নাই। এখন আমরা কী করবো! ভাইয়ার ভিডিও তো মিসও দেয়া যাবে না। ভাইয়া যেন ভিডিও দেখার টাইম রেখে নতুন একটা রুটিন দেন।'

dmc topper routine memes (1)

রুটিনটি নিয়ে বিপাকে পড়েছেন রুটিন ফলো করা প্রেমিক/প্রেমিকারা। রুটিনের প্রেম করার সময় না থাকায় তারা প্রেম করতে পারছেন না। ব্রেকাপ করার সময় না থাকায় করতে পারছেন না ব্রেকাপও।

এদিকে ইমরান হাসান শোভনকে হিপোক্রেট বলেও আখ্যায়িত করেছেন অনেকে। এমনই একজন বলেন, 'হের রুটিনে তো ভিডিও বানানোর জন্য টাইম নাই, এই ভিডিও কখন বানাইলো! নিজেই রুটিন ফলো না।'

dmc topper routine memes (2)

২৪০৫ পঠিত ... ১৭:১৪, জুন ১৫, ২০২১

Top