আর্জেন্টিনা ফুটবল দলের দায়িত্ব নিতে চান ব্যরিস্টার সুমন

১২৮৮ পঠিত ... ১৬:৪৫, জুন ১৫, ২০২১

Barrister-sumon

আর্জেন্টিনা ফুটবল দলকে কোপা আমেরিকা জেতানোর প্রত্যয়ে দলটি দায়িত্ব নেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ব ফুটবলের অন্যতম পৃষ্ঠপোষক ব্যরিস্টার সুমন। দলটির সাম্প্রতিক পারফরম্যান্সে বেশ ক্ষুব্ধ এই ফুটবলপ্রেমী এই প্রত্যয়ে নিজের ১৭টি গাভী বিক্রি করে দিয়েছেন বলেও একটি ভূয়া সূত্র থেকে জানা যায়।

নিজের ফেক আইডি থেকে মুখোশ পরে লাইভে এসে তিনি বলেন, 'এরা কী খেলে! একবারও মাটিত পরতে দেখি না। মাটিত না পরলে এডি কিয়ের ফুটবল। আমি আমার ১৭ টা গাভী বেইচা দিছি লাগলে জমিও বন্ধক দিমু তাও হেগোরে মাডিত পরনই লাগবো। দরকার হইলে ডিটারজেন্ট পাউডার, সাবানও আমিই দিমু। মাডিত পইরা যদি আমারে একটা লায়িংশট দেখাইতে পারো তাহলে আমি তোমগোরে কোপা জিতাইয়াই ছাড়মু।'

গুরুত্বপূর্ণ মুহূর্তে মেসির পেনাল্টি মিস ও হিগুয়েনের ফিনিশিং নিয়েও কথা বলেন এই ফুটবল কিংবদন্তি। তিনি বলেন, 'পেনাল্টি এমনে করলে তো হইবো না! আগে ঠিক কইরা ফেলতে হইবো কোন কোনায় মারুম। এরপর আল্লার নাম নিয়া মাইরা দিত হইবো। এমনে খাড়ায়া খাড়ায়া ভাবলে তো মিস হইবোই।'

এ সময় তিনি মেসির উদ্দেশ্যে নিজের একটা পেনাল্টি টিউটোরিয়াল ভিডিও দেখান। সেখানে দেখা যায় গোলবারের বাইরের একটি কোনা টার্গেট করে মারা শটটি গোলবারের বাইরে দিয়েই উড়ে চলে যাচ্ছে।

হিগুনের উদ্দেশ্যে তিনি বলেন, 'ওরে গুরুত্বপূর্ণ ম্যাচে না নিলেই হয়। তাহলে ওর আর গোল মিস করার সুযোগ থাকলো না।'

হিগুয়েনের জায়গায় হবিগঞ্জের কোপা শামসুকে কোপার ফাইনালে ফরোয়ার্ড পজিশনে খেলাবেন বলেও জানান ব্যরিস্টার সুমন।

১২৮৮ পঠিত ... ১৬:৪৫, জুন ১৫, ২০২১

Top