ঘরোয়া ক্রিকেট থেকে 'এলবিডব্লিউ' উঠিয়ে দেয়ার দাবি

৩৮৩ পঠিত ... ১৪:১৪, জুন ১২, ২০২১

আন্তর্জাতিক ক্রিকেটে এলবিডব্লিউ আউটের বিধান থাকলেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট থেকে এই আউটটি উঠিয়ে দেয়ার দাবি তুলেছে অনেকে। ঢাকা প্রিমিয়ার লিগের দল আবাহনী লিমিটেডের গত ৭ ম্যাচেও কোন এলবিডব্লিউ আউটের ঘটনা না থাকায় আত্মগোপনে থাকা একাধিক ভূয়া ক্লাব মালিক এমন দাবির পক্ষে নিজেদের অবস্থানের কথা জানান।

এলবিডব্লিউ বাতিলের পক্ষে নিজেদের অনেক যুক্তিও উপস্থাপন করেন ক্লাব মালিকরা। এমনই একজন বলেন, 'ক্রিকেট ভদ্র লোকের খেলা। সেই ভদ্রলোকের খেলাকে অভদ্র বানায় এই কালপ্রিট এলবিডব্লিউ। এই এলবিডব্লিউর কারণে বেশিরভাগ ক্ষেত্রে মাঠের সর্বক্ষমতার অধিকারী আম্পায়ারকে ক্ষমা চাইতে হয়! কী লজ্জা, মানবতার কী চরম অপমান! এমন অভদ্র, বিভেদ সৃষ্টিকারী বিধান না থাকাই উত্তম।'

নিজের ছোটবেলার কথা মনে করিয়ে দিয়ে অন্য একজন বলেন, 'পাড়ায় একবার এলবিডব্লিউ নিয়া মারামারি হইছিলো। স্ট্যাম্প ভাঙ্গা হইছে, আম্পায়ারকে মারা হইছে, মাঠে কোদাল চালানো হইছে। এরপর আমরা সবাই সিদ্ধান্ত নিয়া পাড়ার ক্রিকেট থেকে এলবিডব্লিউ বাতিল করে দিয়েছি। সাকিবের স্ট্যাম্প ভাঙ্গার মধ্য দিয়ে আমরা এলবিডব্লিউ বাতিলের দিকে এক পা এগিয়েও গেছি। এবার সভ্য ও ভদ্র মানুষের মত কর্তৃপক্ষ এই হটকারী বিধান বাতিল করলেই কিন্তু ক্রিকেটে শান্তি ফিরে আসে।'

এদিকে নিজেকে আবাহনীর মালিক দাবি করা এক ভন্ড লোক বলেন, 'বাতিল কেন করবেন? আবাহনীর প্লেয়াররা এই আউট হয় না বলে! আমাদের আবাহনী প্লেয়ারদের কোন পা-ই নেই ওদের পুরোটাই কলিজা সেজন্য ওরা এলবিডব্লিউ হয় না। পারলে অন্যান্য দলের প্লেয়াররাও পা ছাড়া কলিজাওয়ালা প্লেয়ার নামান। কোন কিছু বাতিল হবে না।'

৩৮৩ পঠিত ... ১৪:১৪, জুন ১২, ২০২১

Top