বিদ্যারত্ন উপাধি পাচ্ছেন রাত জেগে কলিমউল্লাহ স্যারের ক্লাস করা ২৮ শিক্ষার্থী

১১১৩ পঠিত ... ১৩:২৬, জুন ১২, ২০২১

kolimullah-sir-bidyarotno

বিদায়ের রাতেও ক্লাস করিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.নাজমুল আহসান কলিমুল্লাহ। রাত ৩ টায় শুরু হওয়া এই ক্লাসে ২৮ শিক্ষার্থী উপস্থিত ছিলেন, ক্লাস শেষ হওয়া পর্যন্ত ছিলেন ১২ জন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভূয়া সূত্র থেকে জানা যায়, ক্লাস করা ২৮ জন শিক্ষার্থী পাচ্ছেন বিদ্যারত্ন উপাধি। এরমধ্যে শেষ পর্যন্ত টিকে থাকা ১২ জন পাবেন ডাবল বিদ্যারত্ন উপাধি। এ বিষয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে নাজমুল আহসান কলিমুল্লাহ একটি ফেক আইডি থেকে বলেন, 'এখনকার জেনারেশন নিয়ে সাধারণ মানুষের যে হতাশা এই ২৮ জন বিদ্যারত্ন সেই হতাশা দূর করে দিয়েছেন। তারা প্রমাণ করেছেন, রাত জেগে শুধু মুভি, সিরিজ কিংবা খেলা দেখা না, ক্লাসও করা যায়।'

বিদেশ থেকে জয়েন করা কয়েকজন শিক্ষার্থীর কথা বলতে গিয়ে আনন্দে চোখ দিয়ে পানি পড়ার ইমোজি সহকারে নিজের ফেক আইডি থেকে কলিমুল্লাহ বলেন, 'কয়েকজনকে দেখলাম ইউরোপ-আমেরিকা থেকেও জয়েন করেছে। পড়ালেখার প্রতি তাদের কি টান দেখেন!' তবে অন্য একটি ভূয়া সূত্র থেকে জানা যায়, তাদের ফোনে ভিপিএন ইন্সটল করা ছিলো।

এদিকে স্যারের ক্লাস করতে পেরে আনন্দের কথা জানিয়েছে শিক্ষার্থীরাও। এরমধ্যে কয়েকজন ফুটবল প্রেমী শিক্ষার্থী বলেন, 'সামনের ইউরো কাপ আর কোপা আমেরিকা চলার সময়গুলোতেও স্যারের ক্লাস করতে চাই।'

১১১৩ পঠিত ... ১৩:২৬, জুন ১২, ২০২১

Top