সিলেটের ভূমিকম্প ঠেকাতে পুড়িয়ে ফেলা হচ্ছে মেয়েদের জিন্স

৮১০০ পঠিত ... ১৩:০৫, জুন ০৮, ২০২১
sylhet-meyeder-jeans
 
গত কয়েকদিনে সিলেট যেন ভূমিকম্পের নগরীতে পরিণত হচ্ছে। এর আগে একদিন বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হওয়ার পর গতকাল ৫ মিনিটে দুইবার ভূমিকম্প অনুভূত হয়ে বলে জানা যায়। বিশ্লেষকদের ভাষ্যমতেও সিলেট বড় ধরণের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।
 
এমন দূর্যোগ ঠেকাতে সিলেটের মেয়েদের সকল জিন্স প্যান্ট পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে স্থানীয়রা। একটি সম্পূর্ণ ভূয়া সোর্স থেকে বিষয়টি নিশ্চিত করেছে eআরকির বিশেষ প্রতিবেদক বিনয় ভদ্র। সিলেটের একজন টি-স্টল ইন্সটিটিউটের এক গবেষক বলেন, 'মেয়েরা জিন্স পরে হাঁটলে মাটির নিচের প্লেটগুলো নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। অনিয়ন্ত্রিত হয়ে তারা নড়াচড়া শুরু করে। যার ফলে অনুভূত হয় ভূমিকম্প। প্লেট হলেও তারা তো মানুষ, তাদের তো অনুভূতি আছে। ফলে সিলেট অঞ্চলে কোন জিন্স না থাকলে তারা নড়াচড়াও করবে না, ভূমিকম্পও আর হবে না।'
 
শুরুতে টি-স্টল ইন্সটিটিউটের একাধিক গবেষক জিন্স প্যান্ট কেটে ফেলার সিদ্ধান্ত নিলেও সেখানে বেশ ঝুঁকির সম্ভাবনা থাকায় সরে আসা হয়। এক গবেষক জানান, 'কাইটা ফেললে তো কোন লাভ নাই। মেয়েরা ওইগুলাও পরবে। আইজকাল এইগুলা নাকি স্টাইল। তখন মাটির নিচের প্লেটের অনুভূতিতে কয়েকগুণ গতিতে আঘাত লাগবে। ভূমিকম্প হবে আরো বেশি।'
 
অন্যতম ভূমিকম্পের দেশ জাপানের উদাহরণ টেনে একজন বলেন, 'টেলিভিশনে দেখলাম জাপানের মেয়েরা বেশি বেশি জিন্স পরে। সেজন্য দেখেন ওদের দেশে প্রতিদিন ছোট বড় ভূমিকম্প হচ্ছে। অন্য দিকে সৌদি আরব, ইরাক, ইরানের কেউ জিন্স পরে না বলে ওখানে জীবনেও ভূমিকম্প হয় না। হইলেও ওইসব দেশের উপকারের জন্যই হয়। হাতে নাতে প্রমাণ পেয়েও যদি আমরা সাবধান না হই তাহলে আমাদের ধ্বংস অনিবার্য।'
৮১০০ পঠিত ... ১৩:০৫, জুন ০৮, ২০২১

Top