ব্ল্যাকহোল নাকি ঢাকার ম্যানহোল কোনটা বেশি গভীর; তা নিয়ে তর্কে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপে সংঘর্ষ

৩৭৪ পঠিত ... ১৩:৪৫, জুন ০১, ২০২১

blackhole-dhaka-manhole

বৃষ্টি হলেই ঢাকার জলাবদ্ধতার পাশাপাশি আলোচনায় আসে ঢাকার ম্যানহোল। আজকের ভাইরেভাই লেভেলের বৃষ্টির পর ম্যানহোলের ঘূর্ণির জোয়ার এসে লেগেছে সুদূর ব্রাহ্মণবাড়িয়াতেও। কোনটার গভীরতা বেশি? ঢাকার ম্যানহোল নাকি ব্ল্যাকহোল- এই নিয়ে তর্কে ব্রাহ্মণবাড়িয়ায় দু গ্রুপের তুমুল সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ধাওয়া পালটা ধাওয়া ছাড়া অন্য কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

সংঘর্ষ শেষে নিজেকে ব্ল্যাকহোল ট্রাভেলার দাবি করা এক ব্রাহ্মণবাড়িয়ান বলেন, 'আমি মাসে দুবার ব্ল্যাকহোল ভ্রমণে যাই। ঘুরাঘুরির শেষে অন্যপাশ দিয়ে বের হলেই দেখি আমার বিছানা। এ আর এমন কী গভীর! আর একবার মিরপুরের রাস্তায় হাঁটতে গিয়া ম্যানহোল দিয়ে পইড়া গেছিলাম। এরপর চোখ খুইলা দেখি আমি বুড়িগঙ্গায়, কিছুক্ষণ পর দেখি আমি বঙ্গোপসাগরে। সাগরে ডুব দিয়া ৩ মাস ১৪ দিন পর তল খুঁজে পাইছি! ওই হালারপো ব্ল্যাকহোলরে গভীর কইলে হইবো? ব্ল্যাকহোল দেখছে জীবনে?' 

ব্ল্যাকহোলকে গভীরতম দাবি করা অন্যজন বলেন, 'ওই অশিক্ষিতটা পড়ালেখা কিছু করছে জীবনে? আমি প্রতিদিন সকালে করিম কাকার দোকানে বসে নাসার বিজ্ঞানীদের সাথে চা খাই। ওনারা বলতো ব্ল্যাকহোলের চেয়ে গভীর আর শক্তিশালী কিছু নাই। একবার তো মিয়া পৃথিবীর কাছাকাছি চলে আসা এক ব্ল্যাকহোল আমাগো চায়ের কাপ টাইন্যা নিয়া গেছিলো। নিজ চোখে দেখা। পরে করিম কাকারে চায়ের কাপের জরিমানা দিতে হইছে। ওই অশিক্ষিতটা কইলেই হইলো?'

এক পর্যায়ে কথার সত্যতা প্রমাণ করার জন্য দুই গ্রুপ করিম কাকার দোকানে গেলে আবারো সংঘর্ষ লাগতে পারে এমন শঙ্কায় আমরা সেখান থেকে দৌড়ে চলে আসি। 

৩৭৪ পঠিত ... ১৩:৪৫, জুন ০১, ২০২১

Top