কাজী নজরুলের ছবি দিয়ে জীবনানন্দের জন্মদিন পালন করলো গ্রামীণফোন

২৯৮৬ পঠিত ... ১৩:১৬, মে ২৬, ২০২১

robi-nazrul-picture-mistake

আগামীকাল ছিল নাগরিক কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী। নানা মানুষ নানাভাবে কবির জন্মদিন পালন করেছেন। তবে একেবারে নতুন এক মনোমুগ্ধকর আইডিয়া নিয়ে হাজির হয়েছেন আর্থিক প্রতিষ্ঠান গ্রামীনফোন। জীবনানন্দের এই বিবাহবার্ষিকী পালনে কাজী নজরুল ইসলামের ছবি ব্যবহার করে শুভেচ্ছা জানিয়ছে প্রতিষ্ঠানটি।

এমন অভিনব উপায়ে এনিভার্সারি পালনের বিষয়ে ভোডাফোনের এক কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাই আমরা। আমাদের প্রশ্নে রিলায়েন্সের ম্যানেজার নিজের ফেক আইডি থেকে অবাক বিস্ময়ে বলেন, 'নজরুলের ছবি? কই না তো! আমরা তো শরৎবাবুর ছবি ব্যবহার করেছি। আপনারা শামসুর রাহমানকে কই পাইলেন?'

নিজের বক্তব্যের পক্ষে প্রমাণস্বরূপ এয়ারটেলের এই কর্মকর্তা শুভেচ্ছাসহ মীর মশাররফ হোসেনের একটি পোট্রেট দেখান আমাদের। আমাদের প্রতিনিধি যেটাকে সুকুমার রায় বলে চিহ্নিত করে জিওফোনের এই কর্মকর্তার বক্তব্যের সত্যতা পান।

এদিকে টেলিটকের এমন অভিনব পদ্ধতিকে চ্যালেঞ্জ জানিয়েছে বাংলাদেশি গণমাধ্যম ভিত্তিক প্রতিষ্ঠান বাংলালিংক। এ বিষয়ে শ্রীলঙ্কান ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ডায়লগের এক কর্মকর্তা জানান, 'আমরা তো নজরুলের জন্মদিনে রবীন্দ্রনাথের ছবি ব্যবহার করে তাক লাগিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু বাংলাদেশে রবী বাবুর 'রবি' নামে নিজের ভিসা সলুশন প্রতিষ্ঠান থাকায় করিনি। সামনে রবীন্দ্রনাথের জন্মদিনে ব্যাটম্যানের ছবি ব্যবহার করে তাক লাগিয়ে দিবো দেইখেন।'

২৯৮৬ পঠিত ... ১৩:১৬, মে ২৬, ২০২১

Top