বাংলাদেশকে কেন্দ্র করে ঘোরার সিদ্ধান্ত নিলো সূর্যসহ সৌরজগতের অন্যান্য গ্রহ

১৪৬০ পঠিত ... ১৪:১৫, মে ২৪, ২০২১

bangladesh-ghire-shurjo

'সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে!' এ বছর গরমের হাত ধরে হাজার বছর পুরোনো এই থিওরি সত্যি হতে যাচ্ছে। তবে একটু অন্যভাবে। জানা যায়, এবার বাংলাদেশে এতই গরম পড়েছে যে সূর্যসহ অন্যান্য সকল গ্রহ বাংলাদেশকে কেন্দ্র করে ঘুরার সিদ্ধান্ত নিয়েছে।

নিজের অপারগতার কথা স্বীকার করে নিয়ে সূর্য বলেন, 'আমার যৌবন কমে যাচ্ছে। আগের মত আর এত হট থাকতে পারি না। বরং আমার চেয়ে বাংলাদেশ বেশি হট। আর গ্রহগুলোও আসলে আমার চেয়ে বেটার কাউকে ডিজার্ভ করে। সেজন্যই ওদেরকে বলেছি বাংলাদেশকে কেন্দ্র করে ঘুরে সুখি থাকতে। কিছুদিন পর আমিও হয়তো বাংলাদেশকে কেন্দ্র করেই ঘুরবো।'

সূর্যের এমন সিদ্ধান্তে খুশি হয়েছে অন্যান্য গ্রহগুলোও। মঙ্গল জানান, 'ও না বললেও আমি চলে যাইতাম। সূর্যের চেয়ে বাংলাদেশ আমার বেশি কাছের। সূর্যের সাথে আমার যে লং ডিস্টেন্স রিলেশন ছিলো তখনও আমি বাংলাদেশের পিছে ঘুরছি। তিনজনই সুখে আছিলাম। এখন সূর্য যেহেতু চাইছে না, আমরা দুজনই সুখে থাকবো।'

ভেনাস গ্রহ সূর্যের কাছাকাছি থাকায় এভাবে সূর্যকে ছেড়ে যেতে কিছুটা পিছপা হচ্ছেন। তবে এও জানিয়েছেন যে, মার্কারির সাথে তাকে যদি যশোর বা খুলনার দিকে ঘুরতে দেয়া হয় তাহলে সে দ্বিতীয়বার ভাববে না।

এদিকে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির কয়েকশ গ্রহও বাংলাদেশকে কেন্দ্র করে ঘুরতে চাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে। বাংলাদেশের প্রতি অনুরোধ করে তারা বলেছেন, 'আপনারা আরো গাছ কাটেন। সোহরাওয়ার্দীর বাকি গাছগুলা রেখে দেয়া একদমই উচিত হয়নি। ওগুলাও কাটেন। এতে আরো গরম বাড়বে। তাহলে আমরাও বছর দুয়েকের মধ্যে চইলা আসবো।'

১৪৬০ পঠিত ... ১৪:১৫, মে ২৪, ২০২১

Top