জাকারবার্গের পোস্ট দেয়া ছবিতে না থাকায় ক্ষুব্ধ কিছু বাংলাদেশি ফেসবুকার

৭৪০ পঠিত ... ১৫:৫৩, মে ১১, ২০২১

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নিজের আইডিতে ম্যাক্স ও বিটকয়েন নামের দুটি পোষা ছাগলের ছবি পোস্ট করেছেন। এই ছবি পোস্ট করার পর নানান দেশের মানুষ নানান প্রতিক্রিয়া দেখালেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে কিছু বাংলাদেশি ফেসবুকার। দুটির অন্তত একটির জায়গায় তাদেরকে না রাখায় মার্ক জাকারবার্গকে মেনে নিতে পারছে না তারা।

chagol

এ বিষয়ে কথা বলতে গেলে এমনই এক ফেসবুকার জানান, 'ফেসবুকে আমরাই গ্রেট অফ অল টাইম... মানে গোট। খেয়াল করলে দেখবেন, ফেসবুকে কে থাকবে কে থাকবে না, কাকে মেনে নিবে কাকে মেনে নিবে না, কাকে কখন বয়কট করবো সব সিদ্ধান্ত তো আমরাই নেই। সিদ্ধান্তের কথা বাদ দেন, ফেসবুকে মানুষের ভাগ্য, পরকালের ডেসটিনেশন সবইতো আমরা ঠিক করি। সেই আমাদেরকে ছাড়া মা**** বাচ্চা জুকা কীভাবে ছাগলের ছবি পোস্ট করে!'

তিনি আফসোস করে আরো বলেন, 'দুটির জায়গাই আমরা পাই। তা দিলে অন্তত একটার জায়গা দিতো। তা ও না দিলে আর একটা অ্যাড করে আমাদের ছাগলের তিন নাম্বার তো বানাইতে পারতো! আমরা তো কোন আপত্তি করতাম না রে ভাই! আপত্তি করারই বা কী আছে, এটা তো আমাদেরই প্রাপ্য!'

এছাড়া গরু-ছাগল উৎপাদনে যে বাংলাদেশই শীর্ষে, এ কথাও তিনি মনে করিয়ে দেন।

জাকারবার্গের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ, বর্ণ বৈষম্যের অভিযোগও আনেন তারা। এই সময়ে 'জুকারবার্গের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও' স্লোগানের পাশাপাশি তারা বলেন, 'এই সম্রাজ্যবাদের বেনিয়ারা কখনোই আমাদের অর্জন মেনে নিতে পারে নাই। এটা তো নতুন না। যুগযুগ ধরে দেখে আসছি। জুকা তো তাদেরই একজন। ওদের কারণেই আজ আমরা এত পিছিয়ে।'

৭৪০ পঠিত ... ১৫:৫৩, মে ১১, ২০২১

Top