অনলাইন পরীক্ষায় পরীক্ষার্থীদের গার্ড হিসেবে ছোট ভাইবোনদের রাখার সিদ্ধান্ত

৬৬৭ পঠিত ... ১৩:৫৮, মে ১১, ২০২১

প্রাইভেট ভার্সিটির অনলাইন পরীক্ষায় গার্ড নিয়ে এতদিন সমস্যার মধ্যে ছিলেন শিক্ষকরা। মেসেঞ্জারে একে অন্যের কাছে উত্তর জানতে চাওয়ার পাশাপাশি পাশে বই খুলে রেখে দেয়ার নজিরও কম নেই। ঈদের পর পাবলিক ভার্সিটিগুলোও পরীক্ষা নেবে অনলাইনে, তাই সমস্যা আরও বাড়তে পারে। তাই এমন সমস্যা সমাধানকল্পে অনলাইন পরীক্ষায় গার্ড হিসেবে পরীক্ষার্থীর ছোট ভাইবোনকে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

choto-bhaibon-guard

শিক্ষকদের একটি সভায় এমন সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি বলা হয়, 'নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, ছোট ভাই বোনের চেয়ে বড় কোন গার্ড পৃথিবীতে তৈরি হয়নি। চোখ মাথা তো অনেক পরের কথা এরা গার্ড থাকলে কেউ মনও ঘুরাতে পারবে না। বাংলার ঘরে ঘরে ছড়িয়ে থাকা এই সকল প্রতিভাকে আমরা কাজে লাগাতে চাই।'

তবে এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছেন পরীক্ষার্থীরা। ছোট ভাইবোনদের বিরুদ্ধে বাসায় বাসায় পরীক্ষায় নকল ঠেকাতে ট্যাঁটা-বল্লম নিয়ে মহড়া দেয়ার অভিযোগ তোলেন তারা। তারা জানান, 'গার্ড মানা যায়। কিন্তু এমন সহিংসভাবে আধুনিক অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে গার্ড তো মানা যায় না। আমরা পরীক্ষার্থী, শত্রুপক্ষ নয়। গার্ডের নামে এমন অমানবিক পদ্ধতির তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা।'

ওরা অনৈতিক কাজকর্মে জড়িত হতে পারে, এমন অভিযোগ দিয়ে এক শিক্ষার্থী বলেন, 'বই দেখে লিখলে যদি স্যারকে বলে দিত, সেটা সমস্যা না। কিন্তু আম্মু-আব্বুর কাছে অত্যন্ত গোপন সিক্রেট ফাঁস করে দেয়ার হুমকি দেবে। এসব মেনে নেয়া যায় না।'

এ পর্যায়ে তিনি পাশে তাকিয়ে ছোট ভাইকে 'এইখানে কী তোর? যা পড়তে বস' বলে একখানা কড়া ধমক দেন।

ছোট ভাই-বোনদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন অন্য এক শিক্ষার্থীও। তিনি বলেন, 'ওদের গার্ড করা হবে এই খবর পাওয়ার পর থেকে আমাকে বই খুলতে দিচ্ছে না। এখন আমি যদি পরীক্ষার আগে পড়তেই না পারি তাহলে পরীক্ষা দিবো কীভাবে?'

৬৬৭ পঠিত ... ১৩:৫৮, মে ১১, ২০২১

Top