দর্জির শিডিউল পেতে দিতে হচ্ছে প্রিলি, রিটেন ও ভাইভা

৪৬২ পঠিত ... ২১:৩৩, মে ১০, ২০২১

প্রধানমন্ত্রীর কাছ থেকে ঈদের শুভেচ্ছা পাওয়া গেলেও কোনভাবেই পাওয়া যাচ্ছে না দর্জির শিডিউল। দর্জিরা ইচ্ছে করে শিডিউল দিচ্ছেন না বিষয়টি তাও না। নিখিল বাংলা দর্জি সোসাইটির এক তথ্য মতে জানা যায়, ঈদের আগে ৩ কোটি ৭২ লক্ষ প্রার্থী শিডুয়েল পাওয়ার জন্য আবেদন করেছে। এমন পরিস্থিতি যোগ্য প্রার্থী বাছাই করা বেশ চ্যালেঞ্জিং বলে জানায় তারা। দর্জি সোসাইটির চেয়ারম্যান রিফাত হুদা জানান, যোগ্য প্রার্থী বাছাই করতে তাই দর্জিবিজ্ঞানের উপর প্রিলি, রিটেন ও ভাইভার ব্যবস্থা করা হয়েছে। এই ৩ পরীক্ষায় উর্ত্তীর্ণ হলেই কেবল কেউ দর্জির সাক্ষাত পেতে পারেন।

rabi-noukadubi

সাক্ষাতের গুরুত্ব বুঝাতে গিয়ে এক দর্জি বলেন, 'ঈদ আসি আসি দিনগুলোতে আমাদের প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। তাই যারতার সাথে কথা বলে সময় নষ্ট করা থেকে বিরত আছি আমরা। পড়ালেখা করেন, পরীক্ষা দেন, পাশ করেন এরপর কথা হবে।'

এই গুরুত্বপূর্ণ সময়ে প্রার্থীদের আপাতত অন্যান্য পড়ালেখা বন্ধ রাখার পরামর্শও দেন তারা। বুয়েট অঞ্চলে কাজ করা এমনই এক বুয়েটের দর্জি ভাইয়া বলেন, 'বিসিএস, ব্যাংক জবের পড়া আপাতত সেক্রিফাইস করেন। একটু কষ্ট করে দর্জিবিজ্ঞান পরীক্ষায় পাশ কইরা ফেললে জীবনে অনেক বিসিএস, ব্যাংক জব পাবেন।'

এই পরীক্ষায় পাশ করতে জয়কলির এক সেট বই পড়লে হবে কী না জানতে চাইলে আইবিএ অঞ্চলের এক দর্জি ভাইয়া ধমক দিয়ে বলেন, 'ফাইজলামি পাইছেন? এইটা কি বিসিএসের মত যদুমদু পরীক্ষা নাকি! জয়কলি, এমপি থ্রি, সাইফুর্স, টেন মিনিট স্কুল, উদ্ভাস কোন কিছুতেই হবে না। এইতো একটু আগে উদ্ভাসের তুখোড় ব্যাচের ৫ জনকে রিজেক্ট করে আসলাম। আমাদের কারিকুলামের বই আছে। শতভাগ কমন। ঝকমারির বেস্ট সেলার লিস্টে গেলেই পাবেন।'

একটু সাইডে এই ভাইয়া বলেন, 'আমি বাসায় গিয়ে পড়াই। পড়লেই পাশ। ঈদের দিন সকালে জামা কনফার্ম।'

৪৬২ পঠিত ... ২১:৩৩, মে ১০, ২০২১

Top