চীনা রকেটের ভাঙ্গা অংশের জন্য অপেক্ষা করছেন ধোলাইখালের ইঞ্জিনিয়াররা

৫৫৫ পঠিত ... ১৫:০৩, মে ০৮, ২০২১

china-dholaikhal

নিয়ন্ত্রণ হারানো চীনা রকেট ধেয়ে আসছে পৃথিবীর দিকে। রকেটের ১০০ ফুটের মত একটা অংশ যেকোন সময় পৃথিবীর কোথাও আছড়ে পড়তে পারে। প্রাথমিকভাবে ইতালিতে পড়তে পারে ধারণা করা হলেও ধোলাইখালের ইঞ্জিনিয়ার ও রকেট সায়েন্টিস্টরা চান অংশটি যেন ধোলাইখালের আশেপাশে পড়ে। পড়লেই সেটিকে আস্ত একটা রকেটে রূপান্তরিত করে চীনকে ফেরত দেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তারা। সেই প্রত্যয়ে একদল তুখোড় সায়েন্টিস্ট ইতোমধ্যে স্ক্রু-ডাইভার, রেন্স, হাতুড়ি নিয়ে প্রস্তুত আছেন বলেও জানা যায়।

যন্ত্রপাতি নিয়ে প্রস্তুত ধোলাইখালের রকেট সায়েন্টিস্ট দলের এক সদস্য জানান, 'অংশটি পড়ার ঘন্টা তিনেকের মধ্যে একটা আস্ত রকেট বানানোর জন্য আমি প্রস্তুত। মেইড ইন চায়না লেখা স্টিকার ইতোমধ্যে তৈরি করা আছে। রকেটটি বানানো শেষে সিলটাও মেরে দিবো।'

এমন ঘোষণার পর চীনের একদল রকেট সায়েন্টিস্ট ধোলাইখাল ভ্রমণ করেছেন বলেও একটি ভূয়া সূত্র মারফত জানা যায়। ধোলাইখাল প্রদর্শন শেষে অবাক বিস্ময়ে তাদের চোখ কপাল থেকে একদম মাথার তালুতে উঠে যায়। তারা বলেন, 'এখানে আইসা তো একদম টুটটুট হয়ে গেছি। ধোলাইখালে আছি নাকি চীনে আছি সেটাই বুঝতে পারতেছি না। এদের স্কিল দেখে নিজেদেরকে খেলনা রকেট নির্মাতা বইলা মনে হচ্ছে। আমাদের রকেটটা আবারো কেউ রিবিল্ড করে আমাদেরকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারলে, একমাত্র তারাই পারবে।'

বিস্মিত নয়নে তারা বলেন, 'ইচ্ছে করছে এখান থেকে চীন যাওয়ার সময় নিজেদের গায়ে একটা 'মেইড ইন ধোলাইখাল' সিল মাইরা যাই।'

৫৫৫ পঠিত ... ১৫:০৩, মে ০৮, ২০২১

Top