এইচএসসির পর মুভমেন্ট পাসকেও দেয়া হলো অটোপাশ

৪৩৯ পঠিত ... ১৪:০৩, মে ০৮, ২০২১

movement-pass-autopass

দ্বিতীয় দফা লকডাউনের শুরুর দিকে মুভমেন্ট পাস নিয়ে অনেক কড়াকড়ি চোখে পড়লেও এখন খুব একটা চোখে পড়ছে না। ডাক্তার-পুলিশ দ্বৈরথ, মেজিস্ট্রেট বদলি, ডাক্তারকে জরিমানাসহ অসংখ্য হিট ইস্যুর জন্ম দেয়া এই মুভমেন্ট পাস কি তবে হারিয়ে গেল! খবর না নিয়েই এক ভূয়া সূত্র থেকে জানা যায়, 'এইচএসসি মত মুভমেন্ট পাসকেও দেয়া হয়েছে অটোপাশ। শপিং, ঘুরাফিরা কিংবা বাড়ি যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ওয়েবসাইটে ঢুকে আর মুভমেন্ট পাস নিতে হবে না।'

কোথাও যাওয়ার জন্য মুভমেন্ট পাসের এই অটোপাশ ভার্সন বিষয়ে কথা বলতে চাইলে এক কর্মকর্তা নিজের ফেক আইডি থেকে বলেন, 'আপনি জাস্ট বাইরে যাবেন নিয়ত করলেই হবে। ওইটাই আপনার মুভমেন্ট পাস। আরো ক্লিয়ার করে যদি বলি, মনের মুভমেন্ট পাসই আসল মুভমেন্ট পাস।'

মুভমেন্ট পাসকে এভাবে অটোপাশ দেয়ার সমালোচনা করেছেন নানা শ্রেণী ও পেশার মানুষ। কিছুদিন আগে বরিশাল বদলি হওয়া ম্যাজিস্ট্র্যাট এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়ে নিজের ফেক আইডি থেকে বলেন, 'এখন কেন অটোপাশ দিচ্ছেন! আগে দিলেই পারতেন। তাহলে আমাকে ঝামেলায় পড়তে হইতো না, বদলিও হইতে হতো না।'

সমালোচনা করেছেন এইচএসসি পাশ শিক্ষার্থীরাও। মুভমেন্ট পাসকে অটোপাশ দেয়ায় বুয়েটসহ সকল বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে প্রতিদ্বন্দ্বী বেড়ে যাওয়ার ঝুঁকি থেকে অতি দ্রুত এধরণের হটকারি সিদ্ধান্ত বাতিল করার দাবি তুলেছে তারা।

এদিকে ক্ষুব্ধ দেখা গিয়েছে গণপরিবহন মালিক সমিতি অনেকে নেতাকর্মীকেও। হাতে কালো মবিল নিয়ে এদিক সেদিক ঘুরাঘুরি করতে করতে তারা বলেন, 'লকডাউন তো লকডাউনই! সবাই ঘোরাফেরা করতেছে কিন্তু দূরপাল্লার বাস ছাড়তে দিবেন না, এইটা কেমন কথা! এই ধরণের পক্ষপাতমূলক আচরণ থেকে সরে না আসলে অটো মবিল নিয়া আমরাও হাজির হইতেছি।'

৪৩৯ পঠিত ... ১৪:০৩, মে ০৮, ২০২১

Top