পৃথিবীর দিকে ধেয়ে আসা চীনা রকেটকে ঠেকাতে ট্যাঁট্যা বল্লম নিয়ে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়াবাসী

১৪৪০ পঠিত ... ১৩:৩৯, মে ০৬, ২০২১

b-baria-china (1)

নিয়ন্ত্রণ হারানো চীনা রকেটের ১০০ ফিটের একটা অংশ পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই রকেটটি পৃথিবীর কোন অংশে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে গবেষকরা। রকেটটি ভূপতন নিয়ে চিন্তিত ব্রাহ্মণবাড়িয়াবাসীও। রকেটটি ঠেকাতে ইতোমধ্যে ট্যাঁট্যা বল্লম নিয়ে প্রস্তুত আছে তারা।

আকাশের দিকে ট্যাঁটা ও বল্লম তাক করা একটি ছবি দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার একজন নিজের ফেক আইডি থেকে আমাদের বলেন, 'এই আকাশের দিকে তাক করলাম। ওর বুকে ভয় থাকলে এই দিকে আইবো না। আইলেও সমস্যা নাই, ওর আর ওর বাপ চীন দুজনেরই খবর আছে।'

চীনের এমন দায়িত্বজ্ঞানহীন কাজ কর্মকান্ডের জন্য চীনকে হুশিয়ারীও দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়াবাসী। এমনই একজন বলেন, 'কয়দিন আগে ভাইরাস ছড়াইলো, এখন আবার রকেট। এদের সমস্যাটা কী? বেশি তেড়িবেড়ি করলে ট্যাঁটা বল্লম লইয়া ওগোরে একদম কাইত কইরা ফালামু। প্রয়োজনে চীনের দখল নিয়া ওইখানে গিয়া ব্রাহ্মণবাড়ির দুইগ্রাম মিল্লা মারামারি করুম।'

তবে ব্রাহ্মণবাড়িয়ার একাংশের জনগণ রকেটটিকে আটকানোর বিপক্ষে। বরং তারা চান রকেটটি ব্রাহ্মণবাড়িয়াতেই পড়ুক। এমনই একজন বলেন, 'সবচেয়ে ভালো হয় দুইটা গ্রামের সীমান্তবর্তী এলাকায় পড়লে। তাইলে মারামারিটা জমবে ভালো। অনেকতো হাস-মুরগি নিয়া মারামারি করলাম, এখন রকেট নিয়া মারামারি করুম। ভাবতেই কেমন আনন্দ লাগছে, ইচ্ছে করছে এই খুশিতে একদফা মারামারি কইরা ফেলি।'

১৪৪০ পঠিত ... ১৩:৩৯, মে ০৬, ২০২১

Top