সুদমুক্ত 'তরমুজ লোন' দিচ্ছে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় ব্যাংক

৫৯৬ পঠিত ... ১৭:২৬, মে ০৫, ২০২১

shudmukto-tormuj

পিস হিসাব থেকে তরমুজ বিক্রি হচ্ছে কেজি হিসেবে। যেটা কেজি হিসাবে বিক্রি হচ্ছে না সেখানেও প্রতি তরমুজ ৫০০-৬০০ টাকা। তাই তরমুজ এখন উচ্চবিত্তদের ফল, নেই তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ভেতর।

এমন সংকটে তরমুজের খাওয়ার সুবিধাবঞ্চিত লোকদের মাঝে আশার বাণী নিয়ে আসছে দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো। eআরকির সঙবাদদাতা রিফাত হুদা জানান, সুদমুক্ত তরমুজ লোন দেয়ার কথা ভাবছে দেশের বেশ কিছু স্বনামধন্য ব্যাংক।

দেশের প্রায় সকল ব্যাংকের গড় সুদ ১১ পার্সেন্ট হলেও তরমুজের লোনে থাকছে না কোনো সুদ, এমনটাই জানালেন প্যাচ বাংলা ব্যাংকের এক কর্মকর্তা। তবে লোন পরিশোধ করতে হবে তরমুজের চোকলা পচার আগেই।

এরকম শর্তের কারণ জানতে চাইলে এক শীর্ষস্থানীয় ব্যাংকের ম্যানেজার বলেন, 'জানেন না তো কিছু, প্রথমে তরমুজের ৫০ পার্সেন্ট দাম লোন হিসেবে দেয়ার সিদ্ধান্ত হয়েছিল। পরে ফুল তরমুজ আসছে। ব্যাংক বইলা তো টাকা বানাই না আমরা যে নিয়ম শৃঙখলা থাকবে না! আমি নিজেই এই সিজনে তরমুজ খাই নাই, ব্যাংক থেকে লোন নিয়ে কিনে খাবো।'

এই খবরে উচ্ছ্বসিত হয়ে তরমুজপ্রেমী এক মধ্যবিত্ত আবেগপ্রবণ বলেন, 'তরমুজ কেনার জন্য জমি বন্ধক রাখছিলাম ভাই। এই লোন নিয়া এখন জমিটা ছুটামু। কী যে হইত লোনটা না পাইলে। অভাবের সংসার...' এ পর্যায়ে তিনি অঝোরে কেঁদে ফেলেন।

কয়েকটি ব্যাংক থেকে আরও জানানো হয়, তরমুজে সাড়া পেলে আম, কাঁঠাল, লিচুসহ অন্যান্য দামি ফল কেনার জন্যও সুদমুক্ত ঋণ চালু করার পরিকল্পনা রয়েছে।

৫৯৬ পঠিত ... ১৭:২৬, মে ০৫, ২০২১

Top