টুইটার একাউন্ট বন্ধ হওয়ায় এবার ইমো খুলবেন কঙ্গনা রানাউত

১০৩২ পঠিত ... ২৩:২৬, মে ০৪, ২০২১

kangana-imo

অভিনয়ের মতো বাকশিল্পেও অত্যন্ত পটু কঙ্গনা রানাউত। তিনি কথা বলতে ভালোবাসেন... জেনে না জেনে, বুঝে না বুঝে তিনি সেই ভালোবাসার কাজটি করে থাকেন। বিগত কয়েক বছরে নানান বিষয়ে উচিত সত্য কথা যেমনি বলেছেন, তেমনি ভুলভাল কথা বলে, অযথা কাঁদা ছোড়াছুড়ি ও উল্টোপালটা অভিযোগ দিয়ে বিষিয়ে তুলেছেন চারপাশ। অতঃপর ভারতের নির্বাচন নিয়ে একটি পোস্টে নিজের রাজনৈতিক বিশেষ-অজ্ঞতা প্রকাশ করে এবার টুইটার থেকে চিরদিনের জন্য ব্লক খেয়ে গেলেন কঙ্গনা রানাউত। তাঁর একাউন্টটি আজীবনের জন্য বাতিল করা হয়েছে। 

তবে এই নিয়ে থাকার মানুষ তিনি একেবারেই নন। বিদ্রোহী কন্ঠে একটি ফেক ফেসবুক একাউন্ট থেকে তিনি জানান, টুইটারে আর না ফিরলেও বাংলাদেশের লোকাল পর্যায়ের জনপ্রিয় অ্যাপ ইমোতে একাউন্ট খুলবেন তিনি।

ফেক ফেসবুক একাউন্ট থেকে তিনি আরও বলেন, 'বাংলাদেশের অনেক নারীই আমাকে বলেছেন, ইমো একটা দারুণ অ্যাপ। এটাতে দিন রাত চব্বিশ ঘন্টা কথা বলতে থাকা যায়। আমার আসলে টানা কথা বলতে থাকা যায় এমন কিছু লাগবে। আর টুইটারে বেশি লেখাও যায় না, দুই লাইন লেখলেই স্পেস শেষ।'

একাউন্ট খোলার সাথে সাথেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নক করেছেন, এমনটা দাবি করে তিনি বলেন, 'ট্রাম্প সাহেবও নাকি টুইটারে ব্লক খাওয়ার পর ইমো ইউজ করছেন। উনি সান্তনা দিলেন। তবে নক করেই প্রথম মেসেজে "asl?" কেন লিখলেন বুঝলাম না।'

তবে ইমো ইন্সটল করার পর থেকে মিডল ইস্ট প্রবাসী বাংলাদেশিরা কেন এত নক করছে তা বুঝতে পারেননি বলেও জানান তিনি।

সম্ভব হলে নিজের আলাদা সোশ্যাল মিডিয়া খুলবেন, একটা সেন্টি ইমো দিয়ে এমনটা জানিয়ে বলেন, 'এত এত কথা অন্যদের মিডিয়ায় বলে পোষায় না। সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল, রেডিও পত্রিকা সব খুলবো। সব জায়গায় সব বিষয়ে কথা বলতে হবে। বিশ্বের সকল বিষয়ে নিজের অসীম প্রজ্ঞা প্রকাশ করতে হবে। আমি জ্ঞান না দিলে দুনিয়া কী করে চলবে বলুন?'

এ পর্যায়ে কঙ্গনার ফোনে ইমো থেকে আবার কল আসলে তিনি ফোন ধরে উত্তেজিত হয়ে ধমকাতে থাকলে আমাদের প্রতিবেদক দৌড়ে পালিয়ে যান। 

১০৩২ পঠিত ... ২৩:২৬, মে ০৪, ২০২১

Top