ধান কাটার জন্য ধানমন্ডির রাস্তায় ধান চাষ করতে চায় ছাত্রলীগ

৫৭৯ পঠিত ... ১৪:০২, মে ০৩, ২০২১

চলছে ধান কাটার মৌসুম। স্বপ্রতিভায় ধান কাটা শুরু করেছে ছাত্রলীগ। ছাত্রলীগ এই কাটা ধান জমি থেকে বাড়িতে দিয়ে আসবে কি না সে বিষয়ে কিছু জানা না গেলেও কৃষকের মুখে হাসি। এদিকে কৃষকের মুখে হাসি ফুটাতে না পেরে কিছুটা পিছিয়ে পড়েছে ঢাকা মহানগর ছাত্রলীগ। ঢাকা শহরের ভেতর ধান ক্ষেত না থাকায় তারা ধান কাটতে পারছে না।

Chatroleague-dhanchash

এই সমস্যার সমাধান হিসেবে নতুন এক উদ্যোগ নিয়েছে তারা। ধান কাটার জন্য ঢাকার ধানমন্ডির রাস্তায় ধান চাষ করার পরিকল্পনা আছে সংগঠনটির। কৃষকলীগের একদল কর্মীকে ধানমন্ডির রাস্তা ধান চাষের জন্য প্রস্তুত করার অনুরোধ করেছেন তারা। ছাত্রলীগ থেকে একটি ভূয়া বার্তায় বলা হয়, 'কৃষকের জমিতে ধান। শান্তি প্রতিষ্ঠায় সেরা সংগঠন হিসেবে এই ধান কাটার দায়িত্ব আমরা এড়াতে পারে না। সেটা মহানগর ছাত্রলীগ হোক কিংবা সৌদি আরব ছাত্রলীগ। ঢাকায় ধান নেই বলে তো আমরা বসেও থাকতে পারি না। সেজন্য ধানমন্ডির রাস্তায় ধান চাষ করে আমরা ধান কাটবো বলে ঠিক করেছি।'

ধান চাষের জন্য ধানমন্ডি এলাকাকে নির্বাচন করার বিষয়ে তারা বলেন, 'জায়গাটার নাম দেখেই তো বোঝা যায় এখানে আগে ধান চাষ করা হতো, ধানের ফলনও নিশ্চয় বাম্পার হবে। আর কৃষকলীগ থাকতে কোন চিন্তা নেই।'

ছাত্রলীগের এমন দেশপ্রেমে মুগ্ধ একদল সরকারি কর্মকর্তা। ছাত্রলীগকে উন্নয়নের ঝান্ডাধারি আখ্যা দিয়ে তারা বলেন, 'আপনার কাজে নেমে পড়েন। আমরা ব্যাগ গোছাচ্ছি। পিচের রাস্তায় ধান চাষ, ফলন বাড়ানো ও ধান কাটা শেখার জন্য মরক্কোর ফ্লাইটের টিকিট কাটতে পাঠাইছি।' 

ধান কাটার প্রস্তুতি হিসেবে শহরের প্রতিটি ছাত্রলীগ কর্মীকে হেলমেট, হকিস্টিক ও হাতুড়ি কিনে রাখার নির্দেশনাও দেয়া হয়েছে।

৫৭৯ পঠিত ... ১৪:০২, মে ০৩, ২০২১

Top