তরমুজের কেজি দরের পর এবার আম বিক্রি হবে পিস হিসেবে

৫৪৯ পঠিত ... ১৭:৩৩, মে ০২, ২০২১

mango piece

নিজেদের ভুল বুঝতে পারলেন আম ব্যবসায়ীরা। এখন থেকে তরমুজের মত আমও বিক্রি হবে পিস হিসেবে।

কেজি দরে তরমুজ বিক্রি করায় প্রশাসনের রোষের মুখে পড়েছেন দেশের তরমুজ ব্যবসায়ীরা৷ অনেক স্থানেই তরমুজের দাম নির্ধারণ করে দিয়েছে পুলিশ। ফলে তরমুজ ব্যবসায়ীদের ফিরে যেতে হয়েছে চিরায়ত পদ্ধতিতে। তবে আগে যে তরমুজের দাম ৬০ টাকা ছিলো, সেটা এখন ২৫০ টাকা কিভাবে হল, তা কেউ বলতে পারছে না।

এদিকে এই ঘটনার পরেই আম ব্যবসায়ীদের মাঝে হয়েছে এক নতুন বোধদয়! তারা বলেছেন, তরমুজের মত এখন থেকে আমও বিক্রি হবে পিস হিসেবে৷ আম ব্যবসায়ী কল্যাণ সমিতির ডাকা এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ব্যবসায়ীরা।

সমিতির চেয়ারম্যান নত চোখে বলেন, 'তরমুজ কান্ডের পরই নিজেদের ভুলটা বুঝতে পেরেছি আমরা। এতদিন ধরে আমরা ক্রেতাদের সাথে এক চরম অন্যায় করে এসেছি। কেজি দরে আম বিক্রি অনেক হয়েছে, আর নয়। এই পদ্ধতি অত্যন্ত নির্মম ও অমানবিক।' বলেই তিনি হুহু করে কেঁদে ওঠেন।

শার্টের আস্তিনে চোখ মুছে তিনি আরও বলেন, 'আমাদের ভুলটা তরমুজে আঙুল দিয়ে প্রশাসন দেখিয়ে দিয়েছে। কেজি দরে ফল বিক্রির মত মধ্যযুগীয় অন্যায় আমরা আর করব না। এখন থেকে কোনো আমের দোকানে দাঁড়িপাল্লা থাকবে না, এ আমাদের অঙ্গীকার।'

প্রতি পিস আমের দাম কেমন হতে পারে, জানতে চাইলে ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান গলার স্বর খাদে নামিয়ে বলেন, 'ইয়ে... মানে... তরমুজের মতই।'

এদিকে আম ব্যবসায়ীদের মত একই সিদ্ধান্তের কথা ভাবছেন আঙুর, আমলকি এবং কুল ব্যবসায়ীরাও।

৫৪৯ পঠিত ... ১৭:৩৩, মে ০২, ২০২১

Top