ভোট জালিয়াতির অভিযোগ এনে কলকাতার রানাঘাটের ফলাফল বর্জনের ঘোষণা দিলো বিএনপি

৯৩১ পঠিত ... ১৭:২৪, মে ০২, ২০২১

bnp kolkata vote

কলকাতার রানাঘাটে ভোট জালিয়াতির অভিযোগ এনেছে বিএনপি। আজ দুপুরে রানাঘাট উত্তর অঞ্চলের ফলাফল বর্জনের ঘোষণাও দেয় দলটি।

বিএনপির পক্ষ থেকে একটি ভূয়া বার্তায় বলা হয় হয়, 'রানাঘাটের একাধিক কেন্দ্রে সরকারি দলের ক্যাডারদের হুমকিতে সাধারণ ভোটাররা কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। প্রতিবাদ করতে গেলে বিএনপি প্রার্থীকে মারধোরও করেছে সরকারি দলের ক্যাডাররা। এতে তার নাকের বাম পাশের ছিদ্র হালকা কেটে যায় ও দৌঁড়াতে গিয়ে জুতা হারিয়ে ফেলে।'

আরো অভিযোগ এনে বিএনপি প্রার্থী জানায়, 'কবরস্থান, শ্মশান থেকে শুধু সরকারি দলীয় মৃত ভোটাররা উঠে এসেছে। বিএনপি কোন ভোটারকে তারা কবর থেকে উঠতে দেয়নি। এছাড়া সরকার দলীয় পরিবারের নাবালক ছেলে-মেয়েরা শখের বসে ভোট দিতে পারলেও সুযোগ পায়নি বিএনপির কেউ। ভোটে তো হারলামই, বাচ্চারাও কান্নাকাটি করছে।'

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি ফেক আইডি দিয়ে কলকাতার কলেজ স্ট্রিট বিএনপি কার্যালয় থেকে ফেসবুক লাইভের মাধ্যমে বলেন, 'সরকার তাদের গুন্ডাবাহিনী দিয়ে আগে থেকেই কেন্দ্র দখল করে রেখেচে। এই প্রহসনের নির্বাচন আমরা প্রত্যাখ্যান করলুম... পূজোর পর...'

কথা শেষ করার আগেই মির্জা ফখরুলকে থামিয়ে দিয়ে এক সাংবাদিক বলেন, 'আর কষ্ট করতে হবে না ভাই। বাকিটা জানি। লিখে নিবো।'

৯৩১ পঠিত ... ১৭:২৪, মে ০২, ২০২১

Top