আসছে আম-লিচুর মৌসুম, ফোন ধরছে না রাজশাহী দিনাজপুরের বন্ধুরা

২২১৯ পঠিত ... ১৫:৪৬, মে ০২, ২০২১

Aam-lichur-Mushum

গ্রীষ্মকাল মানেই আম, কাঁঠাল আর লিচু! ফলপ্রেমী মানুষদের জন্যে বছরের এই সময়টা যেন আশীর্বাদের মত। সারাদেশের প্রায় সবখানেই আম লিচু উৎপাদিত হলেও সবচেয়ে ভালো জাতের আম ও লিচু পরিমাণে বেশি উৎপাদিত হয় যথাক্রমে বৃহত্তর রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে। তাই গ্রীষ্মকাল আসার সাথে সাথেই শুরু হয় রাজশাহীতে যোগাযোগ করে আম ও দিনাজপুরে যোগাযোগ করে লিচু সংগ্রহের তোরজোর।

তবে অনেকেই আছেন, যারা রাজশাহীর বন্ধুবান্ধবকে আম ও দিনাজপুরের বন্ধুদের লিচু পাঠানোর জন্যে ফোন দিয়ে দিয়ে রীতিমত অত্যাচার শুরু করে ফেলেন। সেই অভিজ্ঞতার আলোকেই সম্ভবত সম্প্রতি ফোন ধরছে না রাজশাহী ও দিনাজপুরের বন্ধুবান্ধবেরা। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাদের বন্ধুরা এমন অভিমানের কথা জানান।

ঢাকার মিল্লাত বলেন 'আরে ভাই আমি কি আম চাইতে ফোন দিছিলাম? করোনার টাইম কেমন আছে না আছে জিজ্ঞেস করবো ভাবলাম, রাজশাহীর তিনটা বন্ধুর একটাও ফোন ধরে না। কি একটা অবস্থা বলেন তো!'

একই কথা জানালেন নারায়ণগঞ্জের সাইফুল। ম্যাংগো জুসে একটা চুমুক দিয়ে তিনি বলেন, 'নিজের নাম্বার থেকে ফোন দিলে তো ধরেই না, আরেকটা নাম্বার থেইকা ফোন দিলাম, ধরলো। কইলাম, দোস্ত আমি সাইফুল। কয়, আম তো পাকে নাই রে দোস্ত! বলেন কেমনডা লাগে!'

সাভারের সুস্মিতা জানান, দিনাজপুরের একটা ছেলের সাথে তার প্রেম প্রেম ভাব হয়েছিল। অনেকদিন কথা হয় না তাই ফোন দিয়ে জিজ্ঞেস করলেন, কী অবস্থা! ওপাশ থেকে উত্তর পেলেন, 'লিচু তো বাঁদুড়ে খেয়ে শেষ করে ফেলছে।'

দীর্ঘশ্বাস ফেলে সুস্মিতা বলেন, 'এই ছেলের সাথে কি প্রেম করা যায়, বলেন?'

এমতাবস্থায় আরও বিস্তারিত খবর পেতে যোগাযোগ করার চেষ্টা করি আমাদের রাজশাহীর সংবাদ সংগ্রাহকের কাছে। তবে দুর্ভাগ্যজনকভাবে তিনিও আমাদের ফোন ধরেননি। এরপর অন্য নাম্বার থেকে ফোন করলে তিনি রিসিভ করেই বলেন, 'আম পাঠাইতে পারবো না বস, অন্য কিছু থাকলে বলেন!'

২২১৯ পঠিত ... ১৫:৪৬, মে ০২, ২০২১

Top