ক্যাচ মিস ঠেকাতে তাসকিনকে দল থেকে বাদ দেয়ার দাবি

১৭৮৩ পঠিত ... ১৪:৫১, মে ০১, ২০২১

carch-miss-taskin

বাংলাদেশ দলের ক্যাচ মিস সমস্যা কোনভাবেই যেন সমাধান করা যাচ্ছে না। ফিল্ডিং কোচ এনে, টেকনিক্যাল নানান উপায়ে চেষ্টা করার পরও মনে হচ্ছে, আরো সুনিপুণভাবে ক্যাচ মিস করার জন্যই এত আয়োজন। ক্যাচ মিস ঠেকাতে এখন কেবল তন্ত্রমন্ত্রের শরণাপন্ন হওয়াই বাকি আছে।

তবে এতসব কিছুর পর বাংলাদেশ দলের ফিল্ডাররা ক্যাচ মিস ঠেকাতে নিজেদের একটি ভাবনার কথা জানান। একটি অনির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, ক্যাচ মিস ঠেকাতে দল থেকে তাসকিনকেই বাদ দেয়ার প্রস্তাব জানিয়েছেন তারা।

সাম্প্রতিক ক্যাচ মিসের একটা আন্দাজ করা রেকর্ড থেকে জানা যায়, তাসকিনের বলেই ৮০% ক্যাচ মিস করে বাংলাদেশ দলের ফিল্ডাররা। রেকর্ডটি মনে করিয়ে দিয়ে বাংলাদেশ দলের এক ক্যাচ মিস লিজেন্ড বলেন, 'তাসকিনকে দল থেকে বাদ দিলে ৮০% ক্যাচ ওঠা বন্ধ হয়ে যাবে। ক্যাচ না উঠলে ক্যাচ ধরারও তো প্যারা নাই। বাকি ২০% ক্যাচ মিস হলেও তা নিয়ে কেউ তেমন কথা বলবে না।'

দলের অন্য এক খেলোয়াড় নিজের ফেক আইডি থেকে তাসকিনের উপর কিছুটা রাগও ঝাড়েন। তাসকিনের উদ্দেশ্যে তিনি বলেন, 'তোমার দায়িত্ব বোলিং করার। মাস্টারি করে ক্যাচ উঠাইন্না বল করতে যাও ক্যান? আমাদের ঝামেলায় ফেলা ছাড়া বল করা যায় না! ক্যান? তুমি কি স্ট্যাম্প চোখে দেখো না? এলবিডব্লু! রানআউট! এতগুলা অপশন থাকতে ক্যাচ কেন! কালা না পারলে যা হয় আরকি!'

নাম প্রকাশ না করার শর্তে আরেক ফিল্ডার জানান, 'ফিল্ডারদের হেল্প ছাড়া যে আউট করতে পারে না, সে আবার কেমন বোলার! দলে এইসব বোলার কোনো দরকার নাই!'

তাসকিনকে দলে না রাখার পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, 'ও দলে থাকলে আতঙ্কে থাকি, কখন ক্যাচ উইঠা যায়, কখন মিস করি! খেলায় মনোযোগ দিতে পারি না। ওকে দল থেকে বাদ দিলে আমরা বাকি ১০ জন শান্তিমত খেলতে পারবো।'

ক্যাচ না ধরার বিষয়ে 'ক্যাচ মিস ব্রো' নামের জাতীয় দলের এক লিভিং লিজেন্ড বলেন, 'কেউই তো ক্যাচ ধরে না! আমি ক্যাচ ধইরা নিজে আউট হমু নাকি!'

১৭৮৩ পঠিত ... ১৪:৫১, মে ০১, ২০২১

Top