কেজি হিসেবে আইফোন বিক্রি করার সিদ্ধান্ত নিলো অ্যাপল

৩২৪ পঠিত ... ১৫:১৭, এপ্রিল ২৯, ২০২১

iphone-kg

সবকিছুই এখন কেজি হিসেবে বিক্রি হওয়ার ট্রেন্ড চলছে। কেজি দরে বিক্রি করে তরমুজ ব্যবসায়ীরা বাম্পার মুনাফা করছেন, এমনকি বাঙ্গিও নাকি কেজি হিসেবে বিক্রি হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার আইফোনও কেজি দরে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এক বিশেষ বার্তায় খবরটি জানান।

সম্প্রতি কারওয়ান বাজার থেকে তরমুজ কিনতে এসে এমন ভাবনা মাথায় আসে টিম কুকের। তিনি বলেন, 'তরমুজ কিনতে গিয়ে দুধরনের তরমুজ বিক্রেতা দেখলাম। যারা পিস বিক্রি করছে, তাদের এটিটিউড ফকিন্নি ফকিন্নি টাইপ। কিন্তু কেজি দরে বিক্রিওয়ালারা যখন কেজি ৫০ টাকা বলে, তখন তাদেরকে সম্রাট শাহজাহানের মত লাগে। প্রফিট জেনারেটের ক্ষেত্রে আমার কাছে এই নতুন বিজনেস মডেলটা অসাধারণ মনে হয়েছে।'

এতদিন পিস হিসেবে বিক্রি করে ভুল করেছেন, কন্ঠে এমন রিগ্রেট ফুটিয়ে তুলে তিনি আরও বলেন, 'আগে নতুন আইফোন আরও লম্বা করতাম। এবার ওজন বাড়িয়ে ভারি করবো। আইফোন ইউজ করাটা যে একটা ওয়েটের বিষয়, সেটা তো আক্ষরিক অর্থেও ঠিক হতে হবে, কী বলেন!'

কারওয়ান বাজার তরমুজ পট্টিতে একটা আইফোনের দোকান নিয়ে বসার পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, 'পৃথিবীতে যত মার্কেট আছে, তার মধ্যে কারওয়ান বাজারই সবচেয়ে পাওয়ারফুল। কেজি ১০০০ রেটে আইফোন বেচতে চাই।'

এত সস্তায়? আমাদের প্রতিবেদক এমন রিয়েকশন দেখালে তিনি এক্সপ্লেইন করেন, 'টাকা না, ডলার।'

নতুন এই বিজনেস মডেলের কিছু হ্যাকের কথাও জানান কুক। তিনি বলেন, 'তরমুজে বিচি বেশি থাকলে তা ওজনে ভারি হয়। আইফোনের ভেতরেও এমন ভারি ভারি পার্টসপত্র ব্যবহার করবো, যেন প্যান্টের পকেটে রাখলে ফোন পকেট ছিড়ে পড়ে যায়... হা হা হা!'

এদিকে ধোকাইখালের এক সূত্র মারফত জানা যায়, আইফোনের ব্যবসা খেয়ে দিতে তরমুজ ব্র‍্যান্ডের আইফোন নিয়ে আসার ভাবনা আছে অনেকেরই।

৩২৪ পঠিত ... ১৫:১৭, এপ্রিল ২৯, ২০২১

Top