নিখোঁজের দুইদিন পর এসির শো রুমে পাওয়া গেল যুবককে

৫৬৬ পঠিত ... ১৭:৪৭, এপ্রিল ২৮, ২০২১

ac-r-showroom-jubok

নওগাঁয় নিখোঁজ হওয়ার তৃতীয়দিন বৃহঃস্পতিবারে বাড়ির পার্শ্ববর্তী এসির শো রুম থেকে উদ্ধার করা হলো গরমে পাগল হওয়া সাইফুল (২৫) নামের এক যুবককে।

উল্লেখ্য যে, গত সোমবার বেলা ১২টায় পুকুরে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে যান এই যুবক। তখন তার পরনে বলার মত কিছু ছিল না, তবে গামছা সদৃশ একটি লুঙ্গি ছিল। এরপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি।

বিক্ষুব্ধ এলাকাবাসী ওই পুকুর সেঁচে শুকিয়ে ফেলার পরেও তাকে খুজে না পাওয়ায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। অতঃপর দুইদিনের মাথায় একটি শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের এসির শো রুমের ফ্লোরে তাকে ঘুমন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে জানান, 'আহহ ভাই... এইটা হইলো জায়গা! এত গরম ভাই রে ভাই, জামাকাপড় খুইলা বইসা থাকি সারাদিন, গেলাস গেলাস ফিরিজের পানি খাই... এরপরেও কাম হয় না। মনে হয় হালকা লবণ-মরিচ ছিটায়া দিলে গায়ের মাংস খাওয়া যাইবো এত গরম। এইটা রুম না ভাই, বেহেশত! তবে ভাই, আমি কিন্তু কোনো কিছুতে হাত দেই নাই। শুধু দোকানের ফিল্টার থেইকা পানি খাইসি। এইখানে নরমাল পানিও কত ঠান্ডা, দেখছেননি কারবার?'

এই পর্যায়ে তিনি ফিল্টারের কাছে গিয়ে দুই গ্লাস ঠান্ডা পানি খেয়ে আবারও ফ্লোরে আরাম করে শুয়ে পড়েন।

এদিকে ঐ শো রুমের ম্যানেজার জানান, 'লকডাউনের কারণে শো রুম বন্ধ। তার মধ্যেও ইনি কিভাবে ঢুকলেন, বুঝতে পারছি না। সম্ভবত গরমে শো রুমের বাইরের তালা গলে যাওয়ায়...'

সদর থানার এসআইয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'কেসটি আমরা গুরুত্বের সাথে দেখেছি বলেই ফল পেয়েছি, তাকে নাকডাকারত অবস্থা পেয়ে পাজাকোলা করে বের করে এনে পরিবারের মানুষের কাছে হস্তান্তর করেছি।'

তবে তাকে উদ্ধার করতে গিয়ে পুলিশও দুয়েক ঘন্টা এসির মধ্যে বসে থাকায় হস্তান্তর করতে কিছুটা বিলম্ব হয়।

৫৬৬ পঠিত ... ১৭:৪৭, এপ্রিল ২৮, ২০২১

Top