ছবি ব্লার করা শিখতে চ্যানেল আই অফিসে ফটোশপারদের ভিড়

২০৪২ পঠিত ... ১৭:০৩, এপ্রিল ২৮, ২০২১

channel-i-pic-blur

ছবি ব্লার করার জগতে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলো চ্যানেল আই। মুনিয়া নামের এক নারীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে করা নিউজে ভিকটিম মুনিয়ার ছবি ঠিকঠাক রাখলেও অভিযুক্ত আনভীরের ছবি ব্লার করে দিয়ে প্রচার করে তারা। আর সাংবাদিকতা ও ফটোশপের এই অভিনব টেকনিকটি নজর কেড়েছে দেশের আপামর ফটোশপারদের। দলে দলে ছবি ব্লার করার এই টেকনিক শিখতে তারা ভিড় করছে চ্যানেল আইয়ের অফিসে।

এমনই এক ফটোশপারের সাথে কথা বললে তিনি জানান, 'অন্যন্য, অসাধারণ। ব্লার-বিদ্যায় এমন মুন্সিয়ানা এর আগে কেউ দেখাতে পারেনি। এমন নিউজে সাধারণত ভিকটিমের ছবি ঝাপসা করা হয়, তা না হলে অন্তত দুজনের ছবিই ব্লার করা হয়। কিন্তু এভাবে শুধুমাত্র ক্ষমতাবান অভিযুক্তের ছবিও ব্লার করা যায়, এটা আগে কারো মাথায় আসেনি। চ্যানেল আই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো, এভাবেও ব্লার করা যায়।'

সাংবাদিকতার ক্ষেত্রে নিউজ প্রচারে কার ছবি ব্লার করতে হবে, তা শিখতে বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরাও চ্যানেল আই অফিসে ভিড় করছেন বলে জানা গেছে।

ছবি ব্লার করা শেখার পাশাপাশি হলুদ কালারের ব্যাকগ্রাউন্ড বানানো শেখার কথাও জানান ভবিষ্যতে ফটো-সাংবাদিকতায় যোগ দিতে চাওয়া এক ফটোশপার। এ ফটোশপার বলেন, 'শুনেছি সাংবাদিকতায় গেলে নাকি অনেক হলুদ ব্যাকগ্রাউন্ড বানাতে হয়। ব্লার বিদ্যায় যেহেতু ওনারা বেশ পারদর্শী, হলুদ ব্যাকগ্রাউন্ড বানানোও ভালো শেখাতে পারবেন।'

দেশীয় ফটোশপারদের পাশাপাশি বেশ কিছু জাপানি ফটোশপাররাও চ্যানেল আই অফিসের দিকে রওনা দিয়েছে বলে জানায় একটি ভূয়া সূত্র। জানা যায়, চেহারা কীভাবে ব্লার করে এ বিষয়ে তাদেরও বেশ আগ্রহ।

২০৪২ পঠিত ... ১৭:০৩, এপ্রিল ২৮, ২০২১

Top