তরমুজ কেনার জন্য গুলশানে কেজি দরে ফ্ল্যাট বিক্রি!

৪৯৩ পঠিত ... ১৫:২৮, এপ্রিল ২৭, ২০২১

Tormuj-Flat

গুলশানে ৩ কাঠা জমির মালিক লোকমান সাহেব। সেখানে বহুতুল ভবন তৈরি করে অনেকগুলো ফ্ল্যাটেরও মালিক হয়েছেন তিনি। কিন্তু তরমুজ খাওয়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে রক্ত পানি করে গড়া এই ফ্ল্যাটগুলো কেজি দরে বিক্রি করতে হচ্ছে তাকে।

তীব্র এই গরমে জানালা দিয়ে ফুটপাতে তরমুজ দেখে মনটা কলকল করে উঠে লোকমান সাহেবের। জানালা দিয়েই দাম জিজ্ঞেস করেন। দাম শুনেই সম্বিৎ হারিয়ে ফেলেন এই তরমুজপ্রিয় মানুষটি। সম্বিৎ ফিরে এলেই কেজি দরে নিজের ফ্ল্যাট বিক্রি করার সিদ্ধান্ত নেন তিনি। কথা বললে লোকমান সাহেব জানান, 'তরমুজ খাবো শখ করেছি। শখের তোলা ৮০ টাকা। তরমুজের দাম শোধের জন্য যদি ৮০ কেজি ফ্ল্যাটও বিক্রি করতে হয় পিছপা হবো না। তাও তরমুজ খাবোই।'

কিছুটা উত্তেজিত হয়ে তিনি বলেন, 'তরমুজ ব্যবসায়ীরা কী ভাবছে? কৃষকের কাছ থেকে ২০/৩০ টাকা করে কিনে ঢাকায় এসে ৭০ টাকা কেজিতে তরমুজ বিক্রি করলেই বা কি! সামর্থ্যের বাইরে দাম হওয়ায় আমরা তরমুজ খাবো না? সব তারা বাসায় নিয়ে বসে বসে খাবে! সে আশায় গুড়েবালি। ওকে মোড়ে থাকতে বলেন, ফ্ল্যাট বিক্রি কইরা হলেও তরমুজ খাবো।'

লোকমান সাহেবের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তরমুজ ব্যবসায়ী এসোসিয়েশন। তারা বলেন, 'ঘুর্ণিঝড় হয়ে লোকমান সাহেবের ফ্ল্যাট ভেঙ্গে যেতে পারতো। লোকমান সাহেবের ছেলেরা জুয়া খেলে ফ্ল্যাট খোয়াতে পারতো। কিন্তু না, তিনি তরমুজ খাওয়ার মত মহৎ একটা কাজে ফ্ল্যাট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। তরমুজের প্রতি এমন সম্মানের জন্য তাকে আমরা ২৫০ গ্রাম তরমুজ ফ্রি দিতে চাই। পাশাপাশি তার নাম পরিবর্তন করে তরমুজ লোকমান রাখতে চাই।'

৪৯৩ পঠিত ... ১৫:২৮, এপ্রিল ২৭, ২০২১

Top