বাংলাদেশ থেকে ভিপিএন দিয়ে সৌদি যাওয়া যাচ্ছে না, ফিরে আসছে বাংলাদেশেই

২৭৫ পঠিত ... ১৩:৫৬, এপ্রিল ২৭, ২০২১

Saudi-VPN

বাংলাদেশের ভিপিএন ইউজাররা কিছুদিন ধরে নতুন একটি সমস্যার মুখোমুখি হচ্ছেন। জানা যায়, কিছুদিন যাবত ভিপিএন ইউজ করে কোনভাবেই সৌদি আরব প্রবেশ করা যাচ্ছে না। সৌদি সীমান্ত পর্যন্ত গেলে পেঁছন থেকে টেনে তাদেরকে আবার বাংলাদেশেই ফিরিয়ে দেয়া হচ্ছে।

এমন জটিলতা নিয়ে ভিপিএন অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সাথে কথা বললে তারাও নিজেদের জটিলতার কথা জানান। এমনই একজন বলেন, 'অ্যাপ তো অ্যাপ, মাঝে মাঝে আমরাও কনফিউশনে পড়ে যাই! সৌদিতে আছি নাকি বাংলাদেশে!'

সুপার ভিপিএন নামের এক অ্যাপের সাথে কথা বললে তথাকথিত বাংলাদেশিদের উদ্দেশ্যে সেই অ্যাপ জানান, 'সমস্যা আপনাদের! সৌদি আরব থাইকা যদি সৌদি আরবে যাওয়ার কমান্ড দেন আমরা কী করবো! আমাদেরকে বলদ ভাবছেন? রোদের তীব্রতা আমরা বুঝি না! আমরা বুঝি না কোনটা সৌদি আর কোনটা বাংলাদেশ! ফাইজলামি করার জন্য আপনাদেরকে যে গলাধাক্কা দেই না এই আপনাদের কপাল।'

নিজেদের ভুল হচ্ছে ভেবে কিছু অ্যাপ সৌদির উদ্দেশ্যে রওনাও দিয়েছেন। কিন্তু পথিমধ্যে তাদের ভুল ভাঙ্গলে আবারো ফিরে আসতে বাধ্য হন। এমনই এক অ্যাপ জানান, 'বাংলাদেশিদের বিশ্বাস করে সরল মনে সৌদির দিকে রওনা দিছিলাম। কিন্তু যাইয়া দেখি, ওখানে তাপমাত্রা কম। তখনই বুঝছি, ওরা আমাকে ধোঁকা দিচ্ছে। ভুল জায়গায় পাঠাতে চাইছে। সেজন্য ফিরে আসলাম।'

জটিলতায় পড়ছেন বিশ্বের অন্যান্য অনেক দেশও। ইউরোপ-আমেরিকার পাশাপাশি স্বয়ং সৌদি আরবের লোকজনেরই বাংলাদেশ কানেক্ট করে ভিপিএন ইউজ করতে হচ্ছে। এদিকে খবর পাওয়া গেছে, সৌদির উদ্দেশ্যে রওনা দেয়া অনেক বিমান বাংলাদেশের দিকে চলে আসছে।'

২৭৫ পঠিত ... ১৩:৫৬, এপ্রিল ২৭, ২০২১

Top