বিশ্বের প্রথম 'নাস্ক' আবিষ্কার হলো বাংলাদেশে

১৩৩৮ পঠিত ... ২২:০৯, এপ্রিল ২৬, ২০২১

nask

বাঙালির মতো ক্রিয়েটিভ পৃথিবীতে আর কেউ নেই। ইনোভেশন মিশে আছে আমাদের রক্তে। করোনাভাইরাস থেকে বাঁচতে যখন সারা পৃথিবী নাক-মুখ লুকোচ্ছে মাস্কে, সে সময় বাঙালি আবিষ্কার করলো মাস্কের ট্রেন্ডি, হ্যান্ডি ও মিনি সংস্করণ 'নাস্ক'!

nask earki

শুধু নাকের মাস্ক, মানে 'নাস্ক' এর আবিষ্কারক বিশিষ্ট মাস্ক (বর্তমানে নাস্ক) বিক্রেতা ও নেজাল ফ্যাশন ডিজাইনার গফুর মিয়ার সাথে কথা বলতে গেলে তিনি জানান, 'পৃথিবী এগিয়ে যাচ্ছে। সবাই এহন অল্পতে বেশি চায়। লেস ইজ মোর। খেয়াল করলে দেখবেন, বড় বড় টেকনোলজি কোম্পানিগুলা মাইক্রো, ন্যানো টেক ইউজ করতেছে, সেগুলা ভালো পারফর্মেন্সও দিচ্ছে। সেই চিন্তাধারা থেকেই আমার এই মাইক্রো মাস্ক বা নাস্ক আবিষ্কার। আপাতত পেটেন্ট পরে ঘুরছি,উৎসাহ পেলে ব্যাবসায়িক উৎপাদনে হাত দিবো।প্রনোদনার হাতছানি।

গফুর জানালেন এই বিশেষ মাস্কের কিছু এক্সক্লুসিভ সুবিধার কথা, 'এইটা আপনি কপাল থুতনি যেকোনো জায়গায় রাখতে পারবেন। বেশি স্পেস কভার করবে না। এইটা পরে বিড়ি খাইতে পারবেন, এমনকি চুমু দিতেও সমস্যা হবে না। আর পুলিশ আসলে দ্রুত পইরা ফেলতে পারবেন এক ঝটকায়।'

লিপস্টিক পরতে পছন্দ করেন এমন মেয়েদের জন্যে এই নাস্ক সবচেয়ে কার্যকরি বলে জানালেন গফুর। এছাড়াও তিনি বলেন, 'অনেকেই মাস্ক পরার পর চশমা পরলে চশমা ঘোলা হয়ে যাওয়ার কথা বলেন। এই নাস্ক সেই রিস্ক থেকেও সম্পূর্ণ মুক্ত।'

এই বিশেষ মাস্ক মানে নাস্ক জিনিসটা নিরাপদ কিনা, এ ব্যাপারে এক বিশেষজ্ঞ বলেন, 'বাংলাদেশিদের জন্য এটা ঠিক আছে। কারণ আমাদের তো মুখ খোলার সুযোগ নাই, ভাইরাস শুধু নাক দিয়েই ঢুকবে।'

১৩৩৮ পঠিত ... ২২:০৯, এপ্রিল ২৬, ২০২১

Top