ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোলা হতে পারে নতুন ডিপার্টমেন্ট 'করোনাবিজ্ঞান'

৪১৭ পঠিত ... ১৪:৪৬, এপ্রিল ২৫, ২০২১

DU-Corona-2

করোনা নিয়ে গবেষণায় বিশ্বের সকল দেশের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। মাঠ পর্যায় থেকে শুরু করে প্রশাসনিক পর্যায় পর্যন্ত বাংলাদেশে করোনা গবেষকের কোনো অভাব নেই (যদিও আইসিইউ এর বড্ড অভাব)। এমন একটি দেশে করোনা নিয়ে প্রাতিষ্ঠানিক লেখাপড়া শুরু হওয়া ছিলো একদম সময়ের দাবি। সেই দাবির প্রতি সম্মান রেখে একটি ভূয়া সূত্র থেকে জানা যায়, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে করোনাবিজ্ঞান নামের নতুন একটি বিভাগ খোলার কোথা ভাবা হচ্ছে।

জানা যায়, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে চেয়ারম্যান করে, দেশের রাজনীতিবিদদের উপদেষ্টা করে ডিপার্টমেন্টটি তৈরি করা হবে। চা-সিঙাড়া-চমুচা খেয়ে রাজমিস্ত্রিরা ইতোমধ্যে কাজে নেমে পড়েছেন বলেও জানা যায়। আর বিভাগটিতে শিক্ষক হিসেবে যোগ দিচ্ছেন নিখিল বাংলার সর্বশ্রেণীর করোনা বিশেষজ্ঞরা। সেখানে মোড়ের চায়ের দোকানের থানকুনি পাতা বিশেষজ্ঞ করিম চাচা যেমন থাকবেন, থাকবেন সাবান দিয়ে ফুঁসফুঁস ধোয়া তত্ত্বের জনক জয়নাল হাজারী স্যারও। মোটিভেশনাল ক্লাস নেয়ার জন্য যেমন থাকবেন করোনার চেয়ে শক্তিশালী ওকা স্যার, তেমনি করোনার কোমর ভেঙ্গে দেয়া বিদ্যা শেখানোর জন্য থাকবেন করোনাকে সামান্য জ্বর-সর্দি বলে আখ্যায়িত করা জনৈক রাজনীতিবিদ কাম গবেষক।

তবে মজার ব্যাপার হলো, এ বিভাগটিতে দেশের কোনো শিক্ষার্থী পড়ার সুযোগ পাবে না বলেও জানা যায়। বিস্তারিত জানতে চাইলে বিভাগটির সাথে সম্পৃক্ত একজন জানান, 'এদেশের বাচ্চা-বুড়া সবাই করোনা বিশেষজ্ঞ। তারা কেন পড়বে? তারা পড়াবে। এখানে পড়তে আসবে ইউরোপ আমেরিকার করোনা বিষয়ে অজ্ঞ, আদু ভাই টাইপ ফেল্টুস লোকজন। আমরা তাদেরকে শিক্ষিত করবো।'

করোনা মোকাবেলায় বাংলাদেশের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে এখানে বিস্তারিত আলোকপাত করা হবে। লকডাউন, সীমিত পরিসরে লকডাউন, সর্বাত্মক লকডাউন, ১০-৫টা লকডাউনসহ নানাবিধ সফল স্ট্র্যাটেজি পড়ানোর পাশাপাশি করোনাকে অপমান-অপদস্ত করার প্রতিটি কৌশল ও গবেষণার উপর জোর দেয়া হবে। ভবিষ্যতে কোনো মহামারী আঘাত হানলে কিভাবে তার ব্যক্তিত্বে উলটা আঘাত হেনে তার মনোবল ভেঙ্গে দিতে হবে তা নিয়েও গবেষণা হবে।

চা-চপ-সমুসা-সিঙ্গারাকে কীভাবে করোনার ভ্যাকসিন হিসেবে কাজে লাগানো যায়, সে বিষয়েও গবেষণা হবে বলে একটি সূত্র থেকে জানা গেছে।

৪১৭ পঠিত ... ১৪:৪৬, এপ্রিল ২৫, ২০২১

Top