হিরোইন ডেলিভারি দিতে গিয়ে ধরা খাওয়া লোকটার উপর হতাশা প্রকাশ করলেন বদি

৪২৯ পঠিত ... ১৩:৪২, এপ্রিল ২৪, ২০২১

Bodi

ঢাকার মোহাম্মদপুরে হিরোইন ডেলিভারি দিতে গিয়ে ধরা পড়েছে এক যুবক। জানা যায়, স্যানিটাইজার ও মাস্ক ডেলিভারি দেয়ার জন্য মুভমেন্ট পাস নিয়েছিলেন তিনি। এই যুবকের এমনভাবে ধরা পড়ায় হতাশা প্রকাশ করেছেন যেকোনো সময়ে সফলভাবে মাল ডেলিভারির প্রবাদ পুরুষ 'বাবা'খ্যাত বদি।

তিনি বলেন, 'এত বছর ধইরা বাংলাদেশের তাবত সিনেমার জন্য বাবা চরিত্রটা ডেলিভারি করে আসছি। কোন দিন আমার ছেলেরা ধরা পড়েনি। পুরোনো হোক কিংবা নতুন যেকোন পরিচালক বাবা চরিত্রের জন্য এখনো আমাকেও ভরসা করে। আর তোরা সামান্য হিরোইন ডেলিভারি করতে যাইয়া ধরা খাস। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ পরিচালকরা বাবা, হিরোইন চরিত্রের জন্য কাদের উপর ভরসা করবে!'

বর্তমান ডেলিভারিম্যানদের ডেডিকেশন নিয়েও অসন্তুষ্টির কথা জানান বদি। নিজের টিমের একটি ছেলের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, 'গাড়ি ছিলো না, মোটর সাইকেলও ছিল না। দাঁতের চিপায়, লুঙ্গির গিট্টুতে করে আমার ছেলেরা বাবা চরিত্র ডেলিভারি করছে। এরপর সিনেমার শুটিং শুরু হইছে। একে বলে ডেডিকেশন। একজন ডিলার হিসেবে তোমাকেও সামর্থ্যের সর্বোচ্চটা ব্যবহার করতে হবে।'

হিরোইন নিয়ে ধরা খাওয়াটা শুধু নিজের ক্ষতি নয়। যে হিরোইনের আশায় বসে আছে ক্ষতিটা তারও। এটা একটা কাস্টমার লয়্যালিটির ব্যাপার। এমনটা উল্লেখ করে বদি বলেন, 'এই হিরোইন রোলের জন্য যার শুটিং বন্ধ হয়ে আছে সে জানে ব্যথা কাকে বলে। এভাবে তো কাস্টমারও নষ্ট হবে।'

এভাবে ধরা পড়ার পেছনে ট্রেইনারদের দায়ী করেন বদি। হিরোইন শিল্পের এমন দূরবস্থার জন্য আফসোস করে বদি বলেন, 'ওখানে কি আমার মত একটা বাবাও নেই যিনি হাতে ধরে সব শিখিয়ে দিবে।' পাশাপাশি তিনি সকল ধরনের ডেলিভারিম্যানদের বিনামূল্যে ট্রেনিং দেয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ভর্তির আগে ডেমো ক্লাসের আওতায় একটি টিপস দিয়ে বদি বলেন, 'এইসব প্রাইভেট কার-টার ব্যবহার না করে রিক্সা ব্যবহার কইরো। পুলিশ বড়জোর উল্টায়া দিবে। জিনিস তো আর খুঁজে পাবে না।'

৪২৯ পঠিত ... ১৩:৪২, এপ্রিল ২৪, ২০২১

Top