লকডাউনে গাড়িঘোড়া উল্টে দেয়ার জন্য বাংলাদেশ পুলিশকে আমন্ত্রণ জানালো আমেরিকা

৯৬৯ পঠিত ... ১৩:৪১, এপ্রিল ২২, ২০২১

Rikshaw-ultano-America

লকডাউনে রিক্সা উল্টে দেয়ার জন্য ইতোমধ্যে খ্যাতির চূড়ায় পৌঁছে গেছে বাংলাদেশ পুলিশ। দেশের সীমানা ছাড়িয়ে এই খ্যাতি পৌঁছে গেছে সুদূর আমেরিকা পর্যন্ত। আমেরিকা সরকার তাদের দেশের গাড়িঘোড়া উল্টে দেয়ার জন্য ইতোমধ্যে বাংলাদেশ পুলিশের একটি চৌকশ উল্টে দেয়া বিশেষজ্ঞ টিমকে আমন্ত্রণও জানিয়েছে।

একটি ভূয়া হোয়াইট হাউজ থেকে ইমো কলে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন জানান, 'অনেক দেশে অনেক পুলিশ দেখেছি, গাড়িঘোড়া চলাচলরোধে এমন অভিনব কৌশল কারোর দেখিনি। বাংলাদেশ পুলিশের এমন স্কিল সত্যিই ইম্প্রেসিভ।'

গাড়ির পাশাপাশি ঘোড়া উল্টে দেয়ার জন্য বাংলাদেশ থেকে কিছু ঘোড়া আমদানি করবেন বলেও নিজের ফেক আইডি থেকে জানান বাইডেন।

আমেরিকান পুলিশের কড়া সমালোচনাও করেন বাইডেন। বাহিনীটিকে অকর্মা ও অনাধুনিক বলে ভর্ৎসনা করার পাশাপাশি তিনি বলেন, 'আমাদের পুলিশগুলোর কথা কী বলবো! খাচ্ছে আর মোটা হচ্ছে, মোটা হচ্ছে খাচ্ছে। অকর্মার দল একেকটা। গাড়িঘোড়া থামায়া মিনমিনা শয়তানগুলা কেমন মিনমিনে আলাপ করে। কথার মধ্যে হুংকার না থাকলে, দু-একটা গালি না দিলে, চোখের ইশারায় রিক্সা উল্টে দিতে না পারলে সে আবার কিসের পুলিশ! বাংলাদেশি আধুনিক, কর্মঠ ও সুঠাম পুলিশগুলো দেখে যদি এবার কিছু শেখে।'

এক পর্যায়ে নিজের প্রশাসনিক ইমেজ থেকে বের হয়ে একলাফে ছোটবেলায় পৌঁছে যান বাইডেন। নস্টালজিক হয়ে তিনি বলেন, 'ওঁনারা এসে রিক্সা উল্টে দিবে আর আমি বসে বসে রিক্সার চাক্কা ঘুরামু। আহ! ভাবতেই কেমন আনন্দ লাগছে।'

এমন খবরে কিছুটা আশাহত হয়েছেন সাবেক আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, 'বাংলাদেশ পুলিশের এই উল্টে দেয়া স্কিল সম্পর্কে জানলে নির্বাচনের সময় ওদেরকে ভাড়া আনতাম। এরপর ফলাফল উল্টে দিতাম।'

৯৬৯ পঠিত ... ১৩:৪১, এপ্রিল ২২, ২০২১

Top