মাসুদ কি ভালো হয়ে গেছে?—একটি অনুসন্ধানী প্রতিবেদন

২৫৮৪৭ পঠিত ... ১২:৫৬, এপ্রিল ২০, ২০২১

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনেক আগে ভালোবাসা ও স্নেহ দিয়ে ভালো করতে চেয়েছিলেন মাসুদকে। মাসুদকে ভালো করার জন্য জনসম্মুখে ওকার একাধিক আপ্রাণ চেষ্টার কথা বাংলাদেশিরা মাত্রই জানেন। ওকার সেই আপ্রাণ চেষ্টায় কতটুকু সফলতা এসেছে? কেমন আছে বিআরটিএ-এর সেই আলোচিত মাসুদ? কতটুকু ভালো হয়েছেন তিনি—জানার জন্য একটি অনুসন্ধান চালায় eআরকি।

গুগল আর্থের মাধ্যমে ঘরে বসেই বিআরটিএ-র দিকে রওনা দেয় আমাদের অনুসন্ধানী দল। হারম্যান মেইনার স্কুলের সামনে দিয়ে বিআরটিএ যাওয়ার সময় পাশ থেকে কে যেন ডাক দেয়, 'হ্যালো ব্রাদার'। থামতেই প্রশ্ন, 'ব্রাদার লাইসেন্স বানাবেন নাকি? তাইলে এদিকে আহেন, কাজকাম এখানেও হয়।'

পাত্তা না দিয়ে আমরা জানতে চাই, 'মাসুদ সাহেবের সাথে দেখা করা যাবে?' ভদ্রলোকের উত্তর, 'লাইসেন্স বানাবেন নাকি কন। মাসুদ সাহেবরেও লাইসেন্স কইরা আপনাদের দিয়ে দিমুনে।'

অবস্থা সুবিধার না দেখে আমাদের টিম বিআরটিএ-র দিকে রওনা দেয়। ৮ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মাসুদের কোন খবর না পেয়ে কিছুটা হতাশ হয়ে পড়ি আমরা। এরপর একজন মারফত জানতে পারি, সামনে ফটোকপির দোকানে মাসুদের খবর পাওয়া যেতে পারে।

ফটোকপির দোকানে গিয়েও মাসুদের খোঁজ মেলে না। আমাদেরকে উদ্বাস্তুর মত এদিক সেদিক হাঁটতে দেখে একজন বলেন, 'ভাইজানেরা কী চান? কন আর পাত্তি ছাড়েন।'

পাত্তি আমাদের রেডিই ছিলো। পকেট থেকে কিছু স্টিলের পাত দিয়ে ভদ্রলোকের সাথে কথা বলার সুযোগ পাই।

ওনার কাছে জানতে চাই, 'মাসুক কি ভালো হয়েছে?'
আমাদেরকে ধমক দিয়ে বলেন, 'মাসুদ কে? মাসুদ স্যার বলুন।'
বললাম, 'মাসুদ স্যার ভালো হয়েছেন?'

কাঁদতে কাঁদতে লোকটি বললেন, 'এহন কিছুটা সুস্থ আছে। মাঝখানে আসলেই "ভালো হয়ে যাওয়া রোগ" হইছিলো। আমাগো মতো দালালদের দেখলে দূরে সরায়ে দিতো। স্যারের রোগে কী যে কষ্ট পাইছি। স্যারের হাত মাথার উপর না থাকলে না খেয়ে মরতাম ভাই। আমার স্যারের অসুখ। বাড়ি থেইকা বিষকাঁঠালির রস আইনা দিছিলাম। এহন কিছুটা ভালোর দিকে আছে। দোয়া কইরেন, স্যারের মত ফেরেশতারে যেন আল্লাহ আর রোগবালাই না দেয়।'

আমাদের দ্বিতীয় প্রশ্নের আগেই তিনি বলেন, 'পাত্তির প্রশ্ন শেষ, নতুন কিছু জানতে চাইলে আবার পাত্তি ছাড়েন।'

পাত্তি দিয়ে আমরা জানতে চাই, 'ওকা স্যার যে সমস্যা থেকে ভালো হতে বলেছেন সে সমস্যা কি আসলেই সেরেছে?'

কাঁদতে কাঁদতে আবারো তিনি বলেন, 'এ এক আজব রোগ স্যার। ওকা স্যার আসলে ভালো থাকে। আবার সমস্যা দেখা দেয়। কী যে কষ্ট এই রোগ লইয়া করতেছে উনি। দেখলেই কলিজাটা ছ্যাঁৎ কইরা উঠে।'

জানতে চাইলাম, 'কী রোগ?'

উনি বললেন, 'খাইসলত খারাপ রোগ। ওইটা কি আর ভালো হয় স্যার? ওকা স্যার ছবি তোলা নিয়ে বেস্ত হয়ে যাওয়ায় মাসুদ স্যার আবার লাইনে আসছেন। আমরা হ্যাপি স্যার।'

২৫৮৪৭ পঠিত ... ১২:৫৬, এপ্রিল ২০, ২০২১

Top