নতুন অভিভাবক পাওয়ার খবরে খুশি আসলামুল হকের এতিম ৩ হাজার কোটি টাকা

১১৯৫ পঠিত ... ১২:৪০, এপ্রিল ২০, ২০২১

Aslamul-Haque

কিছুদিন আগে মৃত্যুবরণ করেন ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক। মৃত্যুকালে তিনি ৩ হাজার কোটি টাকার ঋণ রেখে গিয়েছেন। আসলামুল হকের মৃত্যুর পর এতিম হয়ে পড়ে এই ঋণগুলো। সামান্য আশ্রয়ের আশায় এর-ওর দুয়ারে ঘুরে ঘুরে লাঞ্চনা বঞ্চনারও শিকার হয় এই এতিম টাকাগুলো।

এবার ঢাকা-১৪ আসনের উপনির্বাচনের খবরে কিছুটা আশার আলো ফুটেছে টাকাগুলোর মুখে। নতুন অভিভাবক পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এতে যারপরনাই খুশি তারা।

জানা যায়, ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে আওয়ামীলীগ থেকে প্রার্থী হতে চান ডিপজল। সাবেক সাংসদ আসলামুল হককে ছোটবেলার বন্ধু পরিচয় দিয়ে তিনি আসলামুল হকের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন। এমন খবরে খুশিতে আত্মহারা টাকাগুলো বাকশক্তি হারিয়ে ফেললেও, টাকাগুলোর অধিকাংশের মা বলে খ্যাত ন্যাশনাল ব্যাংক মুচকি হাসি দিয়ে বলেন, 'ডিপজল তো ওনার বন্ধু। আমার টাকাগুলো আগেও ওনাকে চাচ্চু বলেই ডাকতো। এখন না হয়...তাও যদি উনি একটু ওদের দায়িত্ব নেন! না হলে এদেরকে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো!'

এমতাবস্থায় সম্বিত ফিরে পেয়ে চাচ্চু চাচ্চু বলে দুবার চিৎকার করে উঠে টাকাগুলো। সেখান থেকে একজন বলে, 'আমরা আবারো পরিচয় পাবো। আর কারও দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো নতুন নতুন ভাইবোনও পাবো। এরপর আমরা ৬ হাজার কোটি ভাইবোন সুখে শান্তিতে বসবাস করতে থাকবো। আরেক ফাগুনে আমরা দ্বিগুণ হবো।'

Dipjol

১১৯৫ পঠিত ... ১২:৪০, এপ্রিল ২০, ২০২১

Top