জেলখানায়ও মানবিক বিয়ের সুবিধা চান মামুনুল হক

১৫০৪ পঠিত ... ১৬:৩০, এপ্রিল ১৯, ২০২১

Mamunul-biyer-sujog

মানবিক বিয়ের জনক মামুনুল হককে গতকাল রোববার মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে তেঁজগাও পুলিশ। তেজগাঁও থানায় জিজ্ঞাসাবাদের পর তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

ডিবি রোড থেকে তাকে কোথায় নেয়া হতে পারে সে বিষয়ে কোন কিছু জানা যায়নি। কিন্তু তাকে যদি জেলহাজতে প্রেরণ করা হয় সেক্ষেত্রে জেলহাজতেও মানবিক বিয়ের সুবিধা চেয়েছেন মামুনুল। নিজের একটি ভ্যারিফায়েড ফেক আইডি থেকে এমন তথ্য জানান তিনি। 

মানবিক বিয়ে ও সংসার করার সুবিধার্থে ৫০১ নাম্বার সেলে থাকার বিষয়েও নিজের অভিব্যক্তির কথা জানান মানবিক বিয়ের এই জনক।

ফেক আইডি থেকে তিনি জানান, 'জেল হাজতে নিচ্ছেন সেটা সমস্যা না। কিন্তু জেল হাজতে থাকার যে চাপ সে চাপ সামলে উঠতে কিছু মানবিক বিয়ের সুযোগ দিতে হবে।'

হাজতে প্রেরণের ৭২ ঘন্টার মধ্যেই এই বিশেষ সেবাটি পেতে আল্টিমেটামও দিয়েছেন তিনি।

মানবিক বিয়ের এই সুবিধাটি যেন তার স্ত্রীর কাছ থেকে লুকানো হয় সে বিষয়েও অনুরোধ জানান এই জ্ঞানী। তিনি বলেন, 'আমি সবসময় আমার স্ত্রীকে খুশি রাখতে চাই। এমনকি জেলহাজতে থাকার সময়ও।'

নিজের ভক্তদের চিন্তামুক্ত থাকার বার্তা দিয়েছেন মামুনুল। জেলহাজতকেই মানবিক বিয়ের উপযুক্ত জায়গা বলে মনে করছেন তিনি। ফলে জেল হাজতে থাকলেও মানবিক বিয়ে জনপ্রিয়করণ প্রকল্পের কাজ তিনি চালিয়ে যাবেন। একটি মুচকি হাসির ইমোজি দিয়ে তিনি লেখেন, 'এখানে কতশত অসহায় নারী আছেন। কত সমস্যার মধ্যে আছেন তারা। আমি মানবিক বিয়ের মাধ্যমে তাদের সবাইকে সমস্যা থেকে মুক্ত করবো। প্রচার-প্রসার তো হবেই। মানুষকে সমস্যা থেকে মুক্ত করার লক্ষ্যে আমি বিয়ে করতে করতে নিজেকে নিঃশেষ করে দিতেও পিছপা হবো না।'

১৫০৪ পঠিত ... ১৬:৩০, এপ্রিল ১৯, ২০২১

Top