৫০০ টাকা দিলেই শাওমির চারকোণা লোগো গোল কইরা দিতাম: জনৈক বাঙালি ফটোশপার

২০৫৪ পঠিত ... ১৫:২৬, এপ্রিল ০১, ২০২১

xiaomi-logo-gol

তিন লাখ ডলার খরচ করে লোগো বদলেছে শাওমি। তবে আদতে লোগোর দিকে তাকালে দেখা যায়, স্কয়ার লোগো জাস্ট গোল বা উপবৃত্তাকার হয়ে গেছে। এর পেছনে বিভিন্ন থিওরি ও ম্যাথেমেটিক্স থাকলেও সাধারণ চোখে এইটুকু পরিবর্তনের জন্য এত টাকা খরচ (পড়ুন ডলার) একটু 'কেমন কেমন' লাগতেই পারে।

তবে অর্থের এমন অনর্থক অপচয়ে ক্ষুব্ধ বাংলাদেশি ফটোশপার ও ডিজাইনাররা। এর চেয়ে ৫০০ গুণ কম খরচে লোগো এইটুকু বদলে দিতে পারতেন বলে জানিয়েছেন ঢাকাই ডিজাইনারদের অনেকেই।

বিউটি ফটো স্টুডিওর ফটোশপার রইসুল এন্টার বাটনে দুইবার জোরে বাড়ি দিয়ে বলেন, 'বড়লোকের এইসব কারবার বুঝি না, এইজন্য কি এত টাকা খরচ করা লাগে? ডিজাইনার লোকটারে দেখলাম... জাপানের মানুষ, তার নাম আবার কেনিয়া (Kenya Hara)... দেইখাই বুঝা যায় ঝামেলা আছে। ভার্সিটির টিচার হইছে দেইখা এত টাকা নিয়া নিবো? শালার বাটপারের বাটপার...'

এ পর্যায়ে তিনি টাকা এবং বলদের সাথে সম্পৃক্ত একটি কথা বলেন, যা প্রকাশযোগ্য নয়।

'স্কয়ার লোগো গোল করার জন্য আমি খুব বেশি হইলে লইতাম ৫০০। মিলিয়ন না, জাস্ট ৫০০ টেকা। বিবেক বইলা আমাগো একটা জিনিস আছে বুঝছেন?'

শাওমির ভবিষ্যৎ সম্পর্কে দুর্ভাবনা প্রকাশ করে তিনি আরও বলেন, 'শাওমি কোম্পানিতে কি একটা চালাক মানুষও নাই? এই ডিজাইন করতে তো কোনো কম্পিউটার, ফটোশপ এইসবও লাগে না, একটা কেচি হইলেই চারকোনা কাইটা গোল বানায়া দেয়া যায়।'

শাওমির জন্য আরও চারটি বেটার লোগো সাজেস্ট করে রইসুল বলেন, '১০০০ দিলে এক্কেরে নতুন লোগো বানায়া দিতাম। এই দেখেন, চাইরটা স্যাম্পল ডিজাইন করসি...'

২০৫৪ পঠিত ... ১৫:২৬, এপ্রিল ০১, ২০২১

Top