সাগর-রুনি মামলার সাথে পেছানোর তীব্র প্রতিদ্বন্দ্বিতায় নামলো রিজার্ভ চুরির মামলা

২৪৮ পঠিত ... ১৫:১৩, মার্চ ৩১, ২০২১

খেলাধুলায় প্রতিযোগিতার পাশাপাশি সাফল্যের সাথে তদন্ত প্রতিবেদন পেছানো নিয়েও তীব্র প্রতিযোগিতায় নেমেছে সিআইডি ও র‍্যাব। রিজার্ভ চুরির মামলায় ৪৮ পয়েন্ট নিয়ে সাগর-রুনি হত্যা মামলায় র‍্যাবের ৭৯ পয়েন্টের প্রায় কাছাকাছি পৌঁছে গেছে সিআইডি। প্রতিযোগিতা জমে ওঠার ইঙ্গিত দিচ্ছে দু পক্ষই। উল্লেখ্য, সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলায় র‍্যাবের তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ এ পর্যন্ত ৭৯ বার পিছিয়েছে আদালত। অপরদিকে সিআইডির আওতাধীন রিভার্জ চুরির মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ পিছিয়েছে ৪৮ বার। 

reserve-shagor-runi

তবে গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় সময়ের হিসেবে রিজার্ভ চুরি তদন্ত টিম সাগর-রুনি হত্যা তদন্ত টিমের চেয়ে এগিয়েই আছে বলা যায়। ২০১২ সাল থেকে মাঠে নেমে সাগর-রুনি তদন্ত টিম ৯ বছরে ৭৯ বার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে। অন্যদিকে ২০১৬ সালে মাঠে নেমে মাত্র ৫ বছরেই ৪৮ বার পিছিয়েছে রিভার্জ চুরি মামলার তদন্ত টিম। 

রিজার্ভ চুরি বেশ এগিয়ে থাকলেও তা নিয়ে খুব একটা ভাবছে না সাগর-রুনি তদন্ত টিম। প্রতিপক্ষকে সমীহ করলেও তালিকায় শীর্ষে থাকার আশা ব্যক্ত করে সাগর-রুনি তদন্ত টিমের দলনেতা নিজের ফেক ফেসবুক আইডি থেকে বলেন, ‘ওরা ভালো করছে। তবে আমাদের ছেলেরাও নিজেদের সেরাটা উজাড় করে দেয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছে। অভিজ্ঞতায়ও আমরাই এগিয়ে। একটু ধীরে এগোলেও ছেলেদের উপর আমার বিশ্বাস আছে। আমরা "স্লো এন্ড স্টেডি উইনস দ্য রেস" মতবাদে বিশ্বাসী। মামলার তদন্ত রিপোর্ট পেঁছানোতে আমরাই এগিয়ে থাকবো আশা করছি।’

সাগর-রুনি তদন্ত টিমের ভক্তরাও বিশ্বাস রাখছেন দলনেতার কথার উপর। দৌঁড়, সাঁতার, ম্যারাথন প্রতিযোগিতার মত প্রথমে শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে আগানোর এই কৌশল বেশ মুগ্ধ করেছে তাদের। এমনই একজন বলেন, ‘ধীরে আগানোটা ভালো। ওস্তাদের মাইর শেষরাতে। আমরা খেলবো শেষে। একদিন ঘুম থেকে উঠে দেখবেন, আমরা ৭৯০ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে গেছি।’

এদিকে নিজেদের শক্তির কথা জানান রিভার্জ চুরি তদন্ত টিমের দলনেতা। ফেক আইডি থেকে তিনি বলেন, ‘ছেলেরা পরিশ্রম করে যাচ্ছে। এত কম সময়েই ৪৮ বার তদন্ত প্রতিবেদন পেছানো তারই প্রমাণ। স্লো এন্ড স্টেডি নামক মান্ধাতা আমলের স্ট্রেটেজিতে আমরা বিশ্বাসী না। আশা করছি দু-বছরের মধ্যেই সাগর-রুনি টিমকে পেঁছনে ফেলে তদন্ত প্রতিবেদন পেঁছানোর এই প্রতিযোগিতায় শীর্ষস্থানে আমরাই থাকবো।’

২৪৮ পঠিত ... ১৫:১৩, মার্চ ৩১, ২০২১

Top