এভার গিভেন উদ্ধার করতে গিয়ে লন্ডন ব্রিজে আটকে গেলো এমভি হামজা-রুস্তম

৫৮৪ পঠিত ... ১৭:০৯, মার্চ ২৯, ২০২১

MV hamza

মাল পরিবহন করার সময় বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্য পথ সুয়েজ খালে আটকা পড়ে এভারগিভেন জাহাজ। ২ লক্ষ টনেরও বেশি পণ্য পরিবহন করতে পারা জাহাজটিকে উদ্ধার করতে গতকালই বাংলাদেশ থেকে রওনা হয়েছিলো এমভি হামজা ও এমভি রুস্তম।

কিন্তু পথিমধ্যে লন্ডন ব্রিজে নিজেরাও আটকা পড়ে এমভি হামজা ও এমভি রুস্তম। জানা যায়, দ্রুত সুয়েজ খালে পৌঁছানোর লক্ষ্যে অনিয়ন্ত্রিত টান দিতে গেলে এমন ঘটনা ঘটে। রুস্তম ও হামজার ধাক্কায় লন্ডন ব্রিজে হালকা ফাঁটলও দেখা দিয়েছে। ফলে ব্রিজের নিচ দিয়ে নৌকা, সাবমেরিন চলাচলের পাশাপাশি উপর দিয়ে গাড়ি, সাইকেল, ঢাবির লাল বাস, রিক্সা, হেলিকপ্টার ও বিমান চলাচলও সাময়িক বন্ধ রয়েছে।

হামজা ও রুস্তমকে উদ্ধার করার জন্য আরেকটি উদ্ধারকারী জাহাজ কখন রওনা হচ্ছে, সে ব্যাপারে এখনও জানা যায়নি।

তবে হামজা ও রুস্তনের যাত্রায় কিছুটা ব্যাঘাত ঘটলেও এভার গিভেন জাহাজের উদ্ধার কাজে কোন ধরণের প্রভাব পড়েনি। জানা যায়, এমভি রুস্তম ও এমভি হামজার সুয়োজ খাল অভিমুখে অভিযানের খবরে নিজে নিজেই উঠে পালিয়েছে এভার গিভেন। এ বিষয়ে এভার গিভেনের ক্যাপ্টেন একটি ফেক আইডি থেকে বলেন, 'ওস্তাদেরা আসতেছে শুনলাম, ওনারা আসলে তো উদ্ধার না হয়ে উপায় নেই। উদ্ধার যেহেতু হতেই হবে, সেজন্য নিজে নিজেই উদ্ধার হয়ে গেলাম।'

আরামে ব্যাঘাত ঘটায় কিছুটা হতাশ ক্যাপ্টেন বলেন, 'হামজা আর রুস্তমের ভয়ে বাংলাদেশে গিয়া আটকাই না। ভাবছিলাম, সুয়োজ খালে আটকাইলে একটু বিশ্রাম নেয়া যাবে। সেই সুযোগও নাই। এখন তো ওরা পাইলে কান টেনে তুলবে আমাকে। তার আগেই আমি পালাই।'

৫৮৪ পঠিত ... ১৭:০৯, মার্চ ২৯, ২০২১

Top