একটি মূমূর্ষু কুশপুত্তলিকা নিয়ে দৌঁড়ে জরুরি ঔষধ সরবরাহ করলেন কিছু মানবতাবাদী ভাই

৮৬৩ পঠিত ... ১৭:৪৫, মার্চ ২৪, ২০২১

kushpottolika chatroleague

টিএসসিতে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো কিছু মানবতাবাদী ভাই। ফেসবুকে ভাইরাল হওয়া একটি ছবির সূত্র ধরে জানা যায়, মূমূর্ষূ অবস্থায় একটা কুশপুত্তলিকাকে উদ্ধার করে জরুরি ঔষধ সরবরাহ করার লক্ষ্যে মানবতাবাদী ভাইগুলো প্রাণপণে দৌঁড়াতে থাকেন। কুশপুত্তলিকা সেবায় এভাবে নিঃস্বার্থ এগিয়ে আসা ভাইগুলোকে ছাত্রলীগের মানবতার ফেরিওয়ালা ইউনিটের সদস্য বলে অনিশ্চিত করেছে কিছু ভূয়া সূত্র। 

chatroleague kushputtolika

মানবতার উজ্জ্বল দৃষ্টান্তের এমন ছবি দেখে অনেকের পাশাপাশি কেঁদে ফেলেছেন ছাত্রলীগের মানবতার ফেরিওয়ালা ইউনিটের প্রধান গোলাম রাব্বানী। নিজের একটি ফেক আইডি থেকে এই ছেলেগুলোই দেশের ভবিষ্যৎ বলে আখ্যা দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন, ‘যতদিন এদের হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ।’

চোখের পানি মুছে এক সিনিয়র নেতা বলেন, 'ছাত্রলীগ বছরের পর বছর ধরে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তবে এখনকার ছেলেরা হয়তো এতদিনের অবদানকেও পেছনে ফেলে দেবে। সামান্য একটা কুশপুত্তলিকাকে নিয়েও যারা ভাবে, এরাই তো দৌড়বে, এগিয়ে যাবে সামনের দিকে।'

কুশপুত্তলিকার প্রতি এমন ভালোবাসায় মুগ্ধ হয়ে কুশপুত্তলিকা রাইটস নামে আলাদা একটি সংস্থা চালু করার ঘোষণা দিয়েছেন একাধিক মানবাধিকার সংস্থা। পাশাপাশি মানবতাবাদী এই ভাইদের কষ্ট কমাতে প্রতিটি জেলায় একটি করে কুশপুত্তলিকা হাসপাতাল নির্মাণের ঘোষণাও দিয়েছেন তারা।

এ প্রসঙ্গে এই কাজের সাথে যুক্ত এক কর্মী বিনয়ী হাসি হেসে জানান, 'দেখেন ভাই, কুশপুত্তলিকাও তো মানুষ। ওরা তো কথাও বলতে পারে না, নিজেরা দৌড়াতেও পারে না। তাই তার সাহায্য করা আমাদের কাছে দায়িত্ব মনে হয়েছে। ক্রেডিট চাই না ভাই, আমরা শুধু ভালো কাজ করতে চাই।'

এ পর্যায়ে তার বলা শেষ বাক্যটা যেন অবশ্যই ছাপানো হয় সে ব্যাপারে তিনি বিশেষ অনুরোধ করেন। 

৮৬৩ পঠিত ... ১৭:৪৫, মার্চ ২৪, ২০২১

Top