মোটিভেশন দিয়েই ম্যাচ জেতাতে বল হাতে নিলেন সোলায়মান সুখন

১২৫৩ পঠিত ... ১৯:০২, মার্চ ২৩, ২০২১

হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। দেশের ক্রিকেটকে এমন সংকটাপন্ন অবস্থা থেকে উদ্ধার করতে ত্রাণকর্তা হিসেবে বল হাতে নিলেন মোটিভেশন জগতের হার্ডহিটার সোলায়মান সুখন। ফাস্ট বোলারদের মতো ভঙ্গিতে তোলা সুখনের একটি ছবি এমন আশাই যোগাচ্ছে দেশের আপামর ক্রিকেট ভক্তদের। 

shukh on

মাঠের বাইরের ইস্যুতে দেশের ক্রিকেটের টালমাটাল অবস্থা, তার সাথে দলের সাম্প্রতিক পারফর্মেন্স মিলিয়ে ক্রিকেটাররা মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত অবস্থায় আছেন। এমন সময়ে টিমকে ‘ইয়েস, ইউ ক্যান উইন’ বলার জন্য তো কাউকে এগিয়ে আসতেই হতো। সেখানে সুখনকে সরাসরি মাঠে পেয়ে যাওয়া দেশের ক্রিকেটের জন্য সোনায় বাঁধানো সৌভাগ্য বটে। অনেকে ধারণা করছেন, জাতীয় দলে মাশরাফির অভাব পূরণ করতেই বল হাতে নিয়েছেন সুখন।

sukhon bowling

বিষয়টি মানছেন সুখনও। বোলিং-ব্যাটিং করে যেহেতু ম্যাচ জেতা যাচ্ছে না, সেহেতু অল্টারনেটিভ পরিকল্পনা থেকেই বল হাতে নেয়া বলে জানান তিনি। নিজের একটি ফেক আইডি থেকে তিনি বলেন, ‘একটু চিকন বুদ্ধি করে আগাইতে হবে। বল ভালো না হলে, ব্যাটসম্যানকে মোটিভেশন দিয়ে আউট করতে হবে।’ 

নিজের পরিকল্পনার কথা বলতে গিয়ে ফেক আইডি থেকে সুখন বলেন, ‘ব্যাটসম্যানের মনকে টার্গেট করবো আমি। ওকে বোঝাবো, ব্যাটিং কইরা কী হবে? বরং আউট হয়ে গেলে খেলা টেলা ছেড়ে দিয়ে সিক্স ডিজিট স্যালারিতে ঢুকে যাও। ব্যাটিং করলে তো ৩ ডিজিটের বেশি আগাইতে পারবে না। এক কালে আমিও আউট হয়ে গেছি, আজ আমি ৬ ডিজিট স্যালারিতে জব করি।’

এদিকে অন্যদিকে কিঞ্চিত জটিলতা সৃষ্টি হয়েছে। সুখন হাতে নেয়ার পর কোন ক্রিকেট বলই আর ক্রিকেট বল থাকছে না। মোটিভেশনের ছোঁয়ায় বড় হওয়ার প্রয়াসে সব ক্রিকেট বলই ফুটবল হয়ে যেতে চাচ্ছে। এই ফুটবল দিয়ে মোটিভেশনাল স্পিকার সুখন না হয় ফাস্ট বল করে ফেলবেন, কিন্তু তাসকিন, মোস্তাফিজরা কি পারবেন? 

১২৫৩ পঠিত ... ১৯:০২, মার্চ ২৩, ২০২১

Top