শাহবাগে মিঠুনের কাছে গণক্ষমা কর্মসূচী আয়োজনের ডাক

৬৪৬ পঠিত ... ১৩:১৫, মার্চ ২৩, ২০২১

গত কয়েক বছর ধরে সমর্থকদের একচেটিয়া ট্রলের শিকার হয়েছেন মিঠুন (সঙ্গত কারণেই…)। দাঁতে দাঁত চেপে সেই ট্রল সহ্য করে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৭ বলে ৭৩ রানের এক ঝড়ো ইনিংস উপহার দিয়েছেন এই ‘তরুণ তুর্কি’। এমন ইনিংসের পরই নিজেদের ভুল বুঝতে পেরেছে সমর্থক ও হেটাররা। eআরকির বিশেষ প্রতিবেদক সুচয়ন চাকমা কিংশুক আমাদের জানান, মিঠুনের প্রতি ক্ষমা প্রার্থনা করতে শাহবাগে একটি বিশাল গণক্ষমা সমাবেশের ডাকও দিয়েছে মিঠুন হেটার্স কমিউনিটি।

mithun khoma

এতদিন মিঠুনকে ভুল বুঝা হয়েছে বলেও উল্লেখ করেন তারা। অবশ্য এই ভুলবুঝাবুঝিতে নিজেদের দোষ দিতে চান না অনেক সমর্থকই। এমনই একজন বলেন, ‘আমরা ভুল বুঝিনি। আমাদেরকে ভুল বুঝানো হয়েছে। মিঠুনের ইনিংসগুলোই আমাদের ভুল বুঝিয়েছে। এই ছাই মার্কা ইনিংসগুলো পেছনেই লুকিয়ে ছিলো মিঠুনের মত অমূল্য রতন।’

পরিবারের ছোট ছেলেদের মত এই মিঠুনরা। পরিবারের ছোট ছেলেদের দিয়ে কোন কাজ ঠিকমত না হলেও, পরিবারের ভালোর জন্য বুকের ভেতর একটা সুপ্ত আশা নিয়ে থাকে এরা। মিঠুনও তেমন। দিনশেষে পরিবারের খারাপ সময়ে তারাই হাল ধরেন। এমনটা উল্লেখ করে একজন ইলিয়াস কাঞ্চন ও বাপ্পারাজ ভক্ত বলেন, ‘কত লাঞ্ছনা-গঞ্জনাই না সহ্য করতে হয়েছে মিঠুনকে! না বুঝে কত কষ্ট দিয়েছি ওকে। অথচ এমন খারাপ সময়ে ওই আমাদের সবচেয়ে বড় আশা জুগিয়েছে। ওর কাছে শুধু একবার ক্ষমা চাইলে হবে না, প্রতিটি বাউন্ডারি হিসেব করে ক্ষমা চাইতে হবে।’

মিঠুনকে লর্ড উপাধি দেয়া নিয়েও ক্ষমা প্রার্থনা করেন তারা। তারা জানান, ‘ওকে লর্ড ডাকলে ওর প্রতি অবিচার করা হয়। ও হচ্ছে লর্ড অফ দ্য রিংস।’

৬৪৬ পঠিত ... ১৩:১৫, মার্চ ২৩, ২০২১

Top