আগামী ১০০ বছরের জন্য জাতীয় দলে জায়গা নিশ্চিত করলেন মিঠুন

৭২৩ পঠিত ... ১২:৫৯, মার্চ ২৩, ২০২১

mithun earki

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডেতে মিঠুনের ৫৭ বলে ৭৩ রানে ভর করে ২৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর করতে পেরেছে বাংলাদেশ। এমন সাড়া জাগানো পারফর্ম্যান্সের পর এই তরুণ তুর্কিকে আগামী ১০০ বছরের জন্য দলে চান সমর্থকরা।

হাই পারফর্ম্যান্স দল থেকে আসা মিঠুন এতদিনে সমর্থকদের আশা পূরণ করেছেন। দীর্ঘ ব্যাটিং ব্যর্থতার পরও সমর্থক ও নির্বাচকমণ্ডলী মিঠুনের উপর বিশ্বাস রেখেছেন। সেই বিশ্বাসের মর্যাদা রাখায় সমর্থকরা যেমন খুশি তেমনি খুশি নির্বাচকরাও। নিজেদের সম্মিলিত ফেক আইডি থেকে নির্বাচকরা বলেন, ‘আমরা জানতাম মিঠুন একদিন আমাদের বিশ্বাসের মর্যাদা রাখবে। একদিন সব ব্যর্থতার দ্বিগুণ সফলতা ফিরিয়ে দিবে সে।’

আগের ম্যাচের ৯ রানের কথা উল্লেখ করে তারা বলেন, ‘আমরা চেয়েছিলাম দ্বিগুণ সফলতা। ৯ রানের পর ৭৩ রান করে ও তো প্রায় ৯ গুণ সফলতা ফিরিয়ে দিলো।’

মিঠুন হাই পারফর্ম্যান্স ইউনিটের আবিষ্কার, এ কথা মনে করিয়ে দিয়ে হাই পারফর্ম্যান্স ইউনিটের সমালোচকদের নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছেন এক নির্বাচক। নিজের ফেক আইডি থেকে তিনি বলেন, ‘যারা বলে হাই পারফর্ম্যান্স ইউনিট থেকে খেলোয়াড় উঠে আসে না, মিঠুনের প্রতিটি বাউন্ডারি তাদের মুখ বরাবর গিয়ে পড়বে।’

আগামী ১০০ বছর মিঠুনকে দলে চাওয়া সমর্থকদের সাথে একমত পোষণ করে এক নির্বাচক বলেন, ‘ওকে একটু হাই হওয়ার সময় দিতে হবে (কনফিডেন্স লেভেল প্রসঙ্গে)। হাই হলেই সে এমন হাই স্কোর করবে। সে হাই হওয়ার জন্য আমরা ১০০ বছরও অপেক্ষা করতে রাজি।’

৭২৩ পঠিত ... ১২:৫৯, মার্চ ২৩, ২০২১

Top