চিঠি পড়া শিখতে বিদেশ যেতে পারেন বিসিবির ১০ কর্মকর্তা

৮০০ পঠিত ... ২০:৩৯, মার্চ ২২, ২০২১

Shakib BCB letter satire earki

বিসিবির কাছে আইপিএল খেলার জন্য শ্রীলঙ্কা সফর থেকে ছুটি চেয়ে লেখা সাকিবের চিঠি এখন দেশের প্রতিটি ডাকবাক্সে ও ইনবক্সে। সাকিবের লেখা চিঠি পাওয়ার পর ‘সাকিব টেস্ট খেলতে চায় না’ মর্মে সংবাদ মাধ্যমে মৌখিক বিবৃতি দেন বিসিবি পরিচালক আকরাম খান। এর পরিপ্রেক্ষিতে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট 'ক্রিকেফেঞ্জি'তে দেয়া ইন্টারভিউতে আকরাম খান চিঠি পড়েননি বলে অভিযোগ করেন সাকিব। উৎপলশুভ্রডটকমের হাতে আসা সাকিবের সেই চিঠি পড়ে দেশের ১৬ কোটি জনগণের কেউই টেস্ট শব্দটি খুঁজে পাননি। সারাদেশে এই নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এই আলোচনার মাঝেই ভূয়া একটি সূত্র থেকে eআরকির স্বপ্নদ্রষ্টা দলের সদস্য রাকিন শুভ্র জানান, সঠিকভাবে চিঠি পড়া শিখতে বিদেশ যেতে পারেন বিসিবির ১০ কর্মকর্তা।  

বিসিবির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশের ১৬ কোটি জনগণ। চিঠি সংস্কৃতি অনেক পুরোনো হওয়ায় চিঠি পড়ায় ভুল হওয়াকে বানান ভুলের মতো 'সেম্পল' ব্যাপার হিসেবে গণ্য করছেন অনেকে। বিসিবির এমন ভুলকে অনেকে দেখছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে। এমনই একজন বলেন, ‘ওদের ভুল হয় এটা কোন বিষয় না, মানুষ মাত্রই ভুল। ভুল শোধরানোর জন্য বিদেশ যাচ্ছে এটা বাহবা দেয়ার মত কাজ। তবে আফগানিস্তান বা জিম্বাবুয়ে না গিয়ে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে গেলে ভালো।’

চিঠিতে টেস্ট খেলা নিয়ে কোন কথা না থাকলেও বিসিবির ‘সাকিব টেস্ট খেলতে চায় না’ তত্ত্ব আবিষ্কারের ঘটনাকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। এমনই একজন বলেন, ‘বিসিবি টেস্ট ম্যাচ নিয়ে কী পরিমাণ ভাবে, চিন্তা করেন। যেখানে সেখানে টেস্ট দেখছে। ওদের আসলে কোন দোষ নাই। এটা টেস্ট হ্যাংওভারেরই ফল। আশা করছি বাংলাদেশ টেস্ট দল এবার দারুন কিছু করবে।’

কেউ কেউ অবশ্য সাকিবের দোষও দেখছেন। বিসিবিতে যেতেতু সবাই ভাই-ব্রাদার পর্যায়ের লোক, সেহেতু চিঠি না লিখলেও পারতেন সাকিব। মুখে মুখে, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপেও জানাতে পারতেন। এতে ভুল বুঝাবুঝিটা হতো না।

চিঠির ভাষা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। বাংলাদেশি হয়ে ইংরেজিতে কেন চিঠি লিখবেন তিনি? বিজয় বা অভ্র কী-বোর্ড দিয়ে কত সুন্দর করে চিঠি লেখা যায়। কম্পিউটার টাইপিং না করে ঝরঝরা করে হাতে লিখলে বা কী হতো? এমন নানান প্রশ্ন তুলে এক ভক্ত বলেন, ‘সব বাদ! মুরাদ টাকলা ভাষায় লিখলেও বুঝতে সমস্যা হতো না।’

এ পর্যায়ে তিনি eআরকি থেকে প্রকাশিত মুরাদ টাকলা অভিধান বইটির একটি লিংক দেন। 

চিঠিতে টেস্ট শব্দটি না থাকলে ‘সাকিব টেস্ট খেলতে চায় না’ তত্ত্ব কোথায় পেয়েছেন জানতে চাইলে একটি ফেক আইডি থেকে আকরাম খান গানে গানে বলেন, ‘সাকিবের না পড়া চিঠিটা পরে আছে ডাকবাক্সের এক কোনে।’

৮০০ পঠিত ... ২০:৩৯, মার্চ ২২, ২০২১

Top