আকরাম খান কট এন্ড বোল্ড সাকিব: পড়ুন সাকিব বনাম বিসিবি একাদশ ম্যাচের বিস্তারিত রিপোর্ট

৬৮২ পঠিত ... ১৯:৪৪, মার্চ ২২, ২০২১

Shakib Al Hasan Akram Khan earki

বেশ কিছু সময় ধরেই মাঠের খেলা থেকে বাইরে সাকিব আল হাসান। দীর্ঘ নিষেধাজ্ঞা থেকে ফিরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩ ওয়ানডে ও ১ টেস্ট খেললেও খেলার ক্ষুধা সম্ভবত রয়েই গেছে সাকিবের। বিশ্বসেরা অলরাউন্ডার তিনি, থাকারই কথা। হয়তো সেই ক্ষুধা থেকেই বিসিবির সাথে অনির্দিষ্টকালের অফ-ফিল্ড টেস্ট ম্যাচে নেমে পড়েন সাকিব।

ইনিংসের শুরুতে আইপিএলের জন্য ছুটি চেয়ে বিসিবিকে কৌশলি চিঠি দেয়ার মাধ্যমে ফর্মে থাকার ইঙ্গিত দেন সাকিব। জবাবে বিসিবির আকরাম খানের বাউন্সারে কিছুটা ব্যাকফুটে চলে গেলেও মেজাজ ধরে রেখেই প্রতিটি বল মোকাবেলা করতে থাকেন। আকরামের উপর্যুপরি ‘সাকিব টেস্ট খেলতে চায় না’ বাউন্সার ডেলিভারিতে বেকায়দায় পড়া সাকিবকে নিয়ে যেন চিন্তার ভাঁজ পড়ছিলো সমর্থকদের মনে। সাকিব পারবেন তো মাঠে টিকে থাকতে? অনেক সমর্থক আশাও ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সমর্থকদের আশা যেখানে শেষ সেখানেই সাকিবের শুরু। সাকিবের টেস্ট মেজাজের ঠান্ডা মাথার ব্যাটিং সমর্থকদের চিন্তাকে একেবারেই পাঠিয়ে দিল মাঠের বাইরে। বিসিবি একাদশ ও আকরামের বাউন্সারগুলো মোকাবেলা করে বড় সংগ্রহের আশাই যুগিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

নিজেকে পিচে সেট করেই ক্রিকফেঞ্জি এন্ড থেকে আক্রমণাত্মক শট খেলেন সাকিব। নানান বাহারি শটের ফুলঝুরিতে যেন বুঝিয়ে দিলেন, লম্বা ইনিংসের জন্যই মাঠে নেমেছেন তিনি। ‘চিঠি পড়েননি’ আপারকাট, হাই পারফর্মেন্স ফুল শট, ডাউন দ্য উইকেটে এসে ‘আকরাম ভাই সাহসী’ ছক্কাগুলোয় চৈত্রের শুকনো মাঠে তিনি ছোটালেন রানের ফোয়ারা। আকরাম, দুর্জয়দের সবগুলো বলকে বাউন্ডারি সীমানায় ফেললেও অবশ্য সমীহ করে খেলেছেন পাপন-সুজনদের বল। বিসিবি একাদশের সামনে একটা চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে ইনিংস ঘোষণা করেন তিনি। 

সাকিবকে মোকাবেলা করতে নতুন করে পরিকল্পনা করে আকরাম-দূর্জয় একাদশ। সাকিবের স্ট্রেইট ডেলিভারিগুলোকে চিরচেনা রিভার্স সুইপ, অন সাইডে খেলে ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগোতে থাকেন তারা। মোটামুটি আক্রমণাত্মক ব্যাটিংয়ে সাকিবকে কুপোকাত করার ইচ্ছা থাকলেও খুব বড় সংগ্রহের দিকে এগোতে পারেনি বিসিবি একাদশ।

shakib bcb meme

উৎপলশুভ্রডটকম এন্ড থেকে সাকিবের গুগলিতে কট এন্ড বোল্ড হয়ে যখন মাঠ ছাড়ছিলেন আকরাম, তখন ফলোঅন থেকে কিছুটা দূরে বিসিবি একাদশ। 

বিপর্যয় এড়াতে ধীরস্থির ভাবেই পজিশন আঁকড়ে ছিল সুজন-পাপনের ব্যাট। ঠান্ডা মাথায় ডিফেন্সিভ স্টাইলে লাঞ্চ ব্রেক পর্যন্ত কাটিয়ে দিলেও সাকিবের ‘ঝড়োচিঠি’ ডেলিভারিতে মাঠ ছাড়েন দুজন। ফলোঅন এড়ালেও লক্ষ থেকে বেশ খানিকটা দূরে থেকেই ইনিংস শেষ করে বিসিবি একাদশ। 

অপেক্ষা পরবর্তী ইনিংসের। সাহসী ঢঙের খেলায় সেরা ছন্দেই কি থাকবেন সাকিব? নাকি গা বরাবর তাক করা আকরাম খানদের বাউন্সি ডেলিভারিতে কুপোকাত হবেন? নাকি মঞ্চে আসবেন আরও বাঘা কোনো খেলোয়াড় (পড়ুন মাশরাফি)। অপেক্ষা সাকিবের, অপেক্ষা সারা বাংলাদেশের, অপেক্ষা পুরো ক্রিকেট বিশ্বের! শ্বাসরুদ্ধকর রোমাঞ্চের এই ম্যাচটি শেষতক কোথায় গড়ায় জানতে eআরকির সাথেই থাকুন! 

৬৮২ পঠিত ... ১৯:৪৪, মার্চ ২২, ২০২১

Top