সুখ দিবসে ব্যস্ত দিন কাটাচ্ছেন ভূতেরা: এ বছরের শ্লোগান 'জাস্ট কিল'

৩৭৩ পঠিত ... ২০:১৫, মার্চ ২০, ২০২১

world happiness ghost

Happiness can be found, even in the darkest of times, if one only remembers to turn on the light.

জাদুর বই ‘হ্যারি পটার’ এর লেখক জে.কে রাওলিং বোধহয় আজকের দিনের কথা ভেবেই এমন কথা বলেছিলেন। কিন্তু আজ কী? আজ হল বিশ্ব সুখ দিবস। যদিও জে.কে.রাওলিং এর এমন কথা পড়ে এক পাঠক বলেছেন, ‘অন্ধকার দুনিয়াতে আলো যে জ্বালাব, লাইটই তো খুঁজে পাই না।’

অন্যদিকে ভূতের আলো পত্রিকার তথ্যমতে, অন্ধকার ও দুঃখের এই দুনিয়ায় কিঞ্চিৎ সুখে থাকা মানুষগুলোর সুখ নষ্ট করতে নাকি কোমর বেঁধে মাঠে নেমেছে ভূতের নানা গোষ্ঠীর নানা দল। শুক্রবারের নিয়মিত আয়োজন ‘ভূত এফএম’ এ ভুতলীগের দু’জন সদস্য তাদের আজকের দিন নিয়ে পরিকল্পনা ব্যক্ত করেন। তিনি বলেন, এ বছর আমাদের ‘সুখে থাকলে ভূতে কিলায়’ কর্মসূচীর মূলমন্ত্র হল 'জাস্ট কিল'। 'উই উইল কিল টুডে, লেটস রক' শ্লোগান বলতে বলতে আমরা আশেপাশের সুখী মানুষদের মাথায় উঠে বসব এবং কিলাইতে কিলাইতে ঘাড় মটকায় খাব।’ তাদেরও যদি কিলানো হয় এমন প্রশ্ন করা হলে অন্যজন বলেন, ‘আমাগো প্রোটেকশনের জন্য তো আমরা হেলমেট থেকে লাঠি, ব্যাট নিমুই। আমাগো কেউ কিছু করতে পারব না।’

ভূতের রাজা ভাল বর দেয় শোনা গেলেও বরের সাথে বর্বর যন্ত্রণা তো সবসময়ই ফ্রি থাকে! তাই কিলানি দলের ভূতদের মন্ত্রণায় শায়লা বানুর বর/জামাই চৌধুরি সাহেব উনাকে দিচ্ছেন ভীষণ যন্ত্রণা। সকালে ঘুম থেকে উঠতেই এক ভূত চৌধুরি সাহেবের ঘাড়ে চেপে বসে। ফলে চা’তে চিনি না হওয়ার মত সুক্ষ্ম ব্যাপারে তিনি কাপ-পিরিচ সব ছুড়ে ফেলে দিয়েছেন। অন্যদিকে দু’দিন আগে সুখের স্বর্গ তথা হানিমুন থেকে ঘুরে আসা নবদম্পতির প্রথম ঝগড়াতেই বিয়ের খুঁটি নড়বড় হয়ে ভাঙতে বসেছে। এছাড়াও জানা যায়, রেস্টুরেন্টে প্রেমে মত্ত যুগলের মধ্যে বয়ফ্রেন্ডের কাধে আরেক ভূত চেপে বসতেই তিনি আচমকা গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে ফোন ভেঙে ফেলেছেন। 

এদিকে করোনার ভুত মাথাচাড়া দিয়ে উঠেছে বিশ্বব্যাপী। তাও মানুষের দেশ-বিদেশ ঘুরে করোনা ছড়ানোর ভুত মাথা থেকে নামছে না। একজন বিকালবেলা কক্সবাজার সমুদ্রসৈকতে নেমে লাখ লাখ মানুষ দেখে মাস্ক পরা অবস্থায় বলেন, 'কেন যে রাত্রে মনে হইলো কক্সবাজার যাই। মনে হয় ভূতে কিলাইসিলো।' অন্যদিকে ১০ কোটি টাকা এদিক-ওদিক করার পর এক রাজনীতবিদকে জবাবদিহি করা হলে তিনি বলেন, ‘ভুতে ধরসিল ভাই, আমি কিছু করি নাই।’ ‘যত দোষ ভুত ঘোষ’ বলে নির্দোষ এক ভূত অবশ্য এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। 

৩৭৩ পঠিত ... ২০:১৫, মার্চ ২০, ২০২১

Top