ইভ্যালিকে দলীয় রানে ১৫০% ক্যাশব্যাক দেয়ার অনুরোধ জানালেন ক্রিকেটাররা

২১৮৭ পঠিত ... ১৫:০৭, মার্চ ২০, ২০২১

evaly cricket earki

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ১৩১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হেসেখেলেই এই রান তাঁড়া করে জিতে যায় নিউজিল্যান্ড। সিরিজের অন্যান্য ম্যাচে যেন এমন বিপর্যয় না ঘটে সেজন্য এখন থেকেই পরিকল্পনা করে ফেলেছেন ক্রিকেটাররা। পরিকল্পনার অংশ হিসেবে দলের কিট স্পন্সর ইভ্যালিকে সামনের ম্যাচগুলোতে দলীয় রানে ১৫০% ক্যাশব্যাক দেয়ার অনুরোধ করেছে দলটির ব্যাটসম্যানরা।

প্রথম ম্যাচের রানকে অনেকে অপ্রত্যাশিত ও হতাশাজনক বললেও দলের এক সিনিয়র ক্রিকেটার এই রানকে উইনিং স্কোর হিসেবেই দেখছেন। ইভ্যালির নিয়মিত ক্রেতা এই ক্রিকেটার নিজের ফেক ফেসবুক পেজ থেকে জানান, '১৩১ রান যদি ১৫০% ক্যাশব্যাক পেতো ৩৩০ এর উপরে। হেসেখেলেই আমরা ম্যাচ জিতে জেতাম। ইভ্যালি কিট স্পন্সর হওয়ায় ছেলেরা ক্যাশব্যাক হিসেব করেই রান তুলেছে। ইভ্যালি ক্যাশব্যাক দেয়নি সে দোষতো আমাদের না।'

সিরিজের বলগুলো ইভ্যালি থেকে কেনা যায় কী না সে বিষয়েও কর্তৃপক্ষের মতামত আশা করছেন ক্রিকেটাররা। এমনই এক ক্রিকেটার বলেন, 'নিউজিল্যান্ডের পেসারদের পেস কমানোর জন্য ইভ্যালির বলই হবে মোক্ষম অস্ত্র। ইভ্যালির বলে ওরা নিশ্চয়ই স্লো ডেলিভারি দিতে বাধ্য হবে। আর এইসব স্লো বলকে আমরা বাউন্ডারির বাইরে পাঠাবো।'

২১৮৭ পঠিত ... ১৫:০৭, মার্চ ২০, ২০২১

Top