মাছি মারা কেরানীর পাশাপাশি অফিসে নিয়োগ দেয়া হচ্ছে 'মশা মারা কেরানী'

৩৬০ পঠিত ... ১৪:৫১, মার্চ ২০, ২০২১

mosha mara kerani

ফগার মেশিনের পাশাপাশি মশার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে যুক্ত হচ্ছে নতুন এক অস্ত্র। দেশের বিভিন্ন অফিসে অফিসে নিয়োগ দেয়া হচ্ছে হাই কমান্ডো ট্রেনিংপ্রাপ্ত 'মশা মারা কেরানী'।

সদ্য স্নাতক সম্পন্ন করা চাকরি প্রার্থীর পাশাপাশি বিভিন্ন সরকারি অফিসের কর্মরত মাছি মারা কেরানীদেরকেও মশা মারার কাজে নিয়োগ দেয়া হবে। এক্ষেত্রে ঢাকা ওয়াসা, সিটি কর্পোরেশন, জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা নিজেদের কাজের পাশাপাশি পার্ট টাইম ভিত্তিতে নিয়োগ পাবেন। বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়ে বসে থাকাদের জন্যও বিশেষ ভাবনা আছে কর্তৃপক্ষের।

মশার বিরুদ্ধে লড়তে হলে জাতীয় ঐক্য দরকার বলে জানান ঢাকার দুই মেয়র। নিজেদের ফেক ফেসবুক থেকে সবাইকে নিজের অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানিয়ে তারা বলেন, 'এখানে ইগো হার্ট হওয়ার কিছু নেই। এতদিন মাছি মারতেন, এবার থেকে মশা মারবেন। দেশেরও উপকার হলো, আপনাদের কাজেও কিছুটা বৈচিত্র আসলো।'

মেয়রদ্বয় আরো বলেন, 'শুধু যাদের নিয়োগ দিবো তারা মশা মারবে এমন কোন কথা নেই। এগিয়ে আসতে হবে সবাইকে। ক্রিকেটাররা ব্যাট দিয়ে মারবেন, শিক্ষার্থীরা খাতা দিয়ে, নৃত্যশিল্পীরা নাচার মুদ্রায় মশা মারার কৌশল রপ্ত করবেন। মোট কথা আরো একবার, যার যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।'

ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভৌগলিক অবস্থান বিবেচনায় নিয়োগ দেয়ার ক্ষেত্রে কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়ার বিষয়ে জানায় কর্তৃপক্ষ। ঢাকা শহরের মশার অন্যতম প্রজননক্ষেত্র হাতিরঝিলের আশেপাশে থাকায় ইস্ট ওয়েস্ট, ব্রাকসহ গুলশান অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন ধরণের পরীক্ষা ছাড়াই নিয়োগ পাবেন। পাশাপাশি উত্তরায় অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোও অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ পাবে।

ঢাবি, জবি, জাবি, বুয়েটসহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও নিয়োগ দেয়ার ভাবনা আছে কর্তৃপক্ষের। তবে নিজেদের ব্যস্ততার কথা জানিয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, 'আমাদের চেয়ে ভিসি, প্রক্টরদের অখন্ড অবসর বেশি। প্রক্টরদেরকে অবসর সময়ের শর্তে পার্ট টাইম নিয়োগ দিলে ২৪ ঘন্টা সেবা পাওয়া যাবে।'

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, 'যুতসইভাবে কিছু ভিসি খুঁজে বের করতে পারলে বছরে ৩৬৫ দিনই সেবা পাওয়া যাবে।'

৩৬০ পঠিত ... ১৪:৫১, মার্চ ২০, ২০২১

Top