মশার যন্ত্রণায় বিয়ের ছবিতে পোজ দিতে পারছে না বর-কনেরা, হুমকির মুখে ওয়েডিং ফটোগ্রাফি

৭৪২ পঠিত ... ১৬:৪৫, মার্চ ১৫, ২০২১

mosquito wedding photography

‘মশাকে বিয়ে করলেন বাংলাদেশি তরুণী’ কয়েকদিন আগে কুসংবাদ ডটকম নামের একটি নিউজ পোর্টালের অপ্রকাশিত এমন এক সংবাদ বেশ সাড়া ফেলে দেয়। এমন সংবাদ দেখে সন্দেহ হওয়ায় আমরা উক্ত তরুণীকে খুঁজে বের করি। সদ্য বিবাহিত এই তরুণীর কাছ থেকে জানতে চাই পুরো বিষয়। নিজেকে ভুক্তভোগী দাবি করে তিনি জানান, গত কয়েকদিন আগে বিয়ে হয়েছে তার। ওয়েডিং ফটোগ্রাফিতে পোজ দেয়ার সময় তার গালে একটি মশা এসে বসে। ঠিক সেই মুহূর্তটিই ক্যামেরাবন্দি করে ফটোগ্রাফার। তরুণীর বন্ধুরা ‘মশাকে বিয়ে করলেন সামিয়া’ ক্যাপশনে মজা করেই ছবিটিই ফেসবুকে দেয়। সেখান থেকে ছবিটি আউটারনেটে ছড়িয়ে পড়ে। 

মশার কারণে এমন নানাবিধ জটিলতায় পড়ছেন অনেকে। উত্তরার মালিহা নামের এক তরুণীর তো মশার কারণে ৪ বছরের প্রেমের বিয়ে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিলো। ঘটনাটি ঘটে গত পরশু। ওয়েডিং ফটোগ্রাফির জন্য পোজ দিচ্ছিলেন মালিহা। এমন সময় একটি বখাটে মশা মালিহার গালে কামড় দেয়। মশার কামড়ে দাঁত মুখ খিঁচে মশাটিকে মারার উদ্দেশ্যে নিজের গালে থাপ্পড় মারেন তিনি। বিপত্তির শুরু সেখান থেকে। গালে থাপ্পড় দেয়ার কারণে মালিহার হবু বর রাসেল ভেবেছিলেন, তাকে বুঝি পছন্দই হয়নি মালিহার। সেজন্য নিজেকেই নিজে থাপ্পড় মারলেন। তাই বিয়ে করবেন না বলে গোঁ ধরে বসেন রাসেল। শেষমেষ একটি মশার কামড় খাইয়ে ভুল ভাঙ্গানো হয় তার। 

মশা মারতে গিয়ে দাঁত ফেলে দেয়া, ক্যামেরা ভেঙ্গে যাওয়া, মেকাপ ও সাজগোজ নষ্ট হয়ে যাওয়াসহ ঢাকা শহরজুড়ে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। দীর্ঘক্ষণ পোজ দিতে গিয়ে বিয়ের অনুষ্ঠানেই রক্তস্বল্পতায় ভোগার ঘটনাও ঘটেছে।  

সাধারণত ছবির পোজ দেয়ার সময় মানুষ স্থির হয়ে যায়, সেই মোক্ষম সময়টিকে কাজে লাগিয়ে নিজেদের কার্যসিদ্ধ করে সুযোগ সন্ধানী মশারা। আর এতেই তৈরি হচ্ছে এতসব জটিলতা।

এমন সমস্যা থেকে কবে মুক্তি মিলবে? সবিনয়ে মেয়র মহোদয়ের কাছে জানতে চেয়েছে বিবাহ ইচ্ছুক তরুণ-তরুণীরা। তবে নিজের একটি ফেক আইডি থেকে মেয়র (কোন মেয়র আমরা জানি না) জানিয়েছেন, ‘সহসা মুক্তি না মিললেও সাময়িক সমাধান হিসেবে সিটি কর্পোরেশন থেকে বিয়ের অনুষ্ঠানে ফগার মেশিন সরবরাহ করা হবে।’   

৭৪২ পঠিত ... ১৬:৪৫, মার্চ ১৫, ২০২১

Top